সাম্প্রতিক সংবাদ

ভিন্নভাবে জাতীয় শোক দিবস পালন করলো বেসিস

ক.বি.ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালন করলো বেসিস। গত শুক্রবার (২৫ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর এ বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর গুণিজনদের আলোচনার পাশাপাশি কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলনের গল্প অবলম্বনে, রেজানুর রহমানের নাট্যরূপ ও নির্দেশনায় নাট্যদল এথিক’র প্রযোজনায় ‘নেতা যে রাতে নিহত হলেন’ নাটকটি মঞ্চায়ন করা হয়।

এই ভিন্নধর্মী আয়োজনে আলোচক ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিশিষ্ট কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলন, নাটকটির নির্দেশক রেজানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ।

মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমি অবাক যে বেসিসের মতো তথ্যপ্রযুক্তিভিত্তিক অ্যাসোসিয়েশন বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী স্মরণ করছে সাংস্কৃতিক আঙ্গিকে। নিঃসন্দেহে এই প্রয়াসটি প্রশংসার দাবী রাখে। যেখানে তারা চাইলেই শুধুমাত্র একটি আলোচনা অনুষ্ঠান করে দিবসটি পালন করতে পারতো। বেসিসের তো সফটওয়্যার নিয়ে কাজ করার কথা ছিল, কিন্তু বেসিস আজকে এইটা প্রমাণ করেছে বাংলাদেশের জনগনের সক্ষমতার জন্য ‍নির্দিষ্ট কোনো সংজ্ঞা দেয়ার দরকার হয় না।

তিনি আরও বলেন, বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ভিত হচ্ছে সাংস্কৃতিক অঙ্গন। বেসিসকে ধন্যবাদ বঙ্গবন্ধুকে স্মরণ করার ক্ষেত্রে এমন একটি ব্যতিক্রমী এবং অসাধারণ সুন্দর উদ্যোগের জন্য যা সচরাচর তথ্যপ্রযুক্তিখাতে এভাবে কেউ ভাবে না। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হলে তথ্যপ্রযুক্তিখাত, সাংস্কৃতিক অঙ্গনসহ সকল খাতকে হাতে হাত রেখে একসঙ্গে কাজ করে যেতে হবে।

অসীম কুমার উকিল বলেন, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে এমন সুন্দর একটি নাটক মঞ্চায়ন করার জন্য বেসিস এবং নাট্যদল এথিক কে অসংখ্য ধন্যবাদ। আমি চাই এই নাটকটি পোঁছে যাক আগামী প্রজন্মের কাছে, বাংলাদেশের গণমানুষের কাছে যেন তারা বঙ্গবন্ধুকে জানতে পারে, চর্চা করতে পারে বঙ্গবন্ধুকে।

ইমদাদুল হক মিলন বলেন, ‘নেতা যে রাতে নিহত হলেন’ গল্পটি আমি লিখেছিলাম ১৯৯০ সালে। সেসময়ে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বাহবা দিয়েছিলেন, যেখান থেকে আমি আরও সাহস পেয়েছিলাম এবং অনুপ্রাণিত হয়েছিলাম। এই নাটকটি আমার কাছে যেমন আবেগের তেমন অনুপ্রেরণার।

রাসেল টি আহমেদ বলেন, বঙ্গবন্ধুকে আসলে শুধুমাত্র একদিন ভালবাসলে চলবে না, বঙ্গবন্ধুকে ভালোবাসতে হবে প্রতিদিন, বঙ্গবন্ধুকে চর্চা করতে হবে প্রতিদিন। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে পরিচয় করিয়ে দিলেই বঙ্গবন্ধুর আদর্শের চর্চা বাড়বে, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে এগিয়ে নিতে সহায়ক হবে। বেসিস ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে একসঙ্গে কাজ করছে কিন্তু আজকের ব্যতিক্রমী উদ্যোগে তথা এই নাটকটি মঞ্চায়নের উদ্দ্যেশ্য হলো, আমাদের বেসিস পরিবারের সবার মাঝে সাংস্কৃতিক চর্চার পাশাপাশি বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে ছড়িয়ে দেয়া।

উল্লেখ্য, ‘নেতা যে রাতে নিহত হলেন’ নাটকের মূল চরিত্রে রতন মাঝির ভূমিকায় অভিনয় করছেন সুকর্ণ হাসান। অন্যান্য চরিত্রে আছেন– মনি কানচন, মিন্টু সরদার, হাসান রিজভী, আজিম উদ্দীন, মনিরুল হক ঝলক, তরিকুল রিমন, এসপি খান শাওন, রেজিনা রুনি, মাহফুজ আফনান অপ্সরা, প্রদীপ কুমার ও রুবেল। নাটকটি এথিকের ১২তম প্রযোজনা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *