অ্যাপস মোবাইল

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ই-মেইল ভেরিফিকেশন

ক.বি.ডেস্ক: ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ই-মেইল ভেরিফিকেশন ফিচার। ব্যবহারকারীকে ই-মেইলের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। কেউ চাইলে ই-মেইল ভেরিফিকেশন নাও করতে পারেন। যারা অ্যাকাউন্টের অতিরিক্ত নিরাপত্তা চান তারা চাইলে এটি করতে পারবেন। যদিও এটি বাধ্যতামূলক নয়।

হোয়াটসঅ্যাপে অনেক আগেই চালু করা হয়েছে এন্ড টু এন্ড এনক্রিপশন, চ্যাট লক অপশন। এবার নিয়ে আসছে নতুন ফিচার ই-মেইল ভেরিফিকেশন। বর্তমানে ব্যক্তিগত কাজের চেয়ে অফিশিয়াল অনেক কাজে ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। গোপনীয়তা ও নিরাপত্তা অত্যন্ত প্রয়োজনীয়। বিশ্বব্যাপী হ্যাকারদের দৌরত্ব বাড়ছে তাই এবার এই নিরাপত্তায় বাড়তি নজর দিচ্ছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ নতুন এই ফিচার নিয়ে কাজ করছে। শুধু নিরাপত্তার স্বার্থেই এই ফিচার আসছে তা কিন্তু নয়। কারও মোবাইল হারিয়ে যাওয়ার পর পুরনো হোয়াটসঅ্যাপে লগইন করা বেশ জটিল। কিন্তু ই-মেইল ব্যবহার করে সহজেই লগ ইন করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারিরা। অনেক সময় ওটিপি আসে না নেটওয়ার্ক সমস্যার জন্য, সে ক্ষেত্রেও ই-মেইল ব্যবহার সহজেই লগ ইন করা যাবে হোয়াটসঅ্যাপে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *