আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

লেক্সার পেনড্রাইভ সিরিজের নতুন মডেল বাজারে

ক.বি.ডেস্ক: আমরা সবসময়ই এমন পেনড্রাইভ খুঁজে থাকি যা আমাদের নিত্যদিনের মূল্যবান ডাটাগুলোর লস বা করাপশনকে দূর করে সিকিউরড, রিলায়েবল ও লংটার্ম সলিউশান প্রোভাইড করবে। এই কথা মাথায় রেখেই মেমোরি ব্র্যান্ড লেক্সার এর নতুন চারটি মডেলের পেন ড্রাইভ দেশের বাজারে নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

সেন্সিটিভ ডেটা সিকিউরড রাখার জন্য লেক্সার তাদের এই পেন্ড্রাইভগুলোতে ব্যবহার করেছে ২৫৬ বিট অ্যাডভান্সড এনক্রিপশন স্ট্যান্ডার্ড। তাই আপনার পেনড্রাইভ থাকবে যেকোন আনঅথরাইজড এক্সেস থেকে সেফ এবং সিকিউরড। বিস্তারিত: ০১৯৭৭৪৭৬৫৪০।

লেক্সার জাম্পড্রাইভ পি৩০
সিকিউরড এবং আল্ট্রাপোর্টেবল এই পেনড্রাইভটি ইউএসবি ৩.২ জেন ১ প্রযুক্তির এবং প্রতি সেকেন্ডে রিডিং স্পিড আপটু ৪৫০ এমবিপিএস এবং রাইটিং স্পিড আপটু ২৪৫ এমবিপিএস। যার ফলে খুব কম সময়ে এবং অনেক দ্রুত গতিতে বড় সাইজের ফাইল ট্রান্সফার করা যায়। ১২৮ জিবি ভ্যারিয়েন্টে পেনড্রাইভটি পাওয়া যাচ্ছে।

লেক্সার জাম্পড্রাইভ এম৪০০
স্টাইলিশ মেটাল ডিজাইনের পেনড্রাইভটি ইউএসবি ৩.০ প্রযুক্তির। মেটাল ডিজাইনের পেছনে রয়েছে কি রিং এটাচমেন্ট, যার মাধ্যমে আপনি পেনড্রাইভটিকে নিজের সঙ্গে সিকিউরড রাখতে পারবেন। পেনড্রাইভটির রিডিং ও রাইটিং ডাটা ট্রান্সফার রেট উভয়ক্ষেত্রেই প্রতি সেকেন্ডে আপটু ১৫০ এমবিপিএস। ৬৪ জিবি ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টে পেনড্রাইভটি পাওয়া যাচ্ছে।

লেক্সার জাম্পড্রাইভ ডি৪০০
এটি একটি ২ ইন ১ পেনড্রাইভ যা স্মার্টফোন এবং পিসি উভয় ডিভাইসেই ব্যবহার করা যাবে। পেনড্রাইভটিতে টাইপ-সি এবং টাইপ-এ, দুই ধরনের কানেক্টর প্রোভাইড করা হয়েছে যেন খুব সহজে একইসঙ্গে মোবাইল এবং পিসিতে ডেটা ট্রান্সফার করা যায়। পেনড্রাইভ টি ইউএসবি ৩.১ জেন ১ প্রযুক্তির। ডেটা ট্রান্সফার রেট প্রতি সেকেন্ডে আপটু ১৩০ এমবিপিএস। পেন্ড্রাইভটির হাউজিং ডিউরেবল মেটাল এর এবং পেছনে কি রিং লুপ আছে। ৩২ জিবি, ৬৪ জিবি ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টে পেনড্রাইভটি পাওয়া যাচ্ছে।

লেক্সার জাম্পড্রাইভ ভি৪০০
এটিও ইউএসবি ৩ প্রযুক্তির একটি পেনড্রাইভ যার রিডিং স্পিড ১০০ এমবিপিএস। এটিও মেটাল ডিজাইনের একটি পেনড্রাইভ যার পেছনে আছে কি রিং লুপ। ৩২ জিবি, ৬৪ জিবি ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টে পেনড্রাইভটি পাওয়া যাচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *