প্রযুক্রির পণ্য ল্যাপটপ

এসার সুইফট গো ১৪ ল্যাপটপ

ক.বি.ডেস্ক: স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের বাজারে নিয়ে এল এসার সুইফট সিরিজের ১৪ মডেলের ল্যাপটপ। এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন ৫ এআর ৭৫৩০ইউ। এতে রয়েছে ৬টি কোর এবং ১২টি থ্রেড। এতে ২.০ গিগাহাটর্জ বেজ ক্লক স্পীড থেকে সর্বোচ্চ ৪.৫ গিগাহাটর্জ পর্যন্ত বুস্ট ক্লক স্পিড পাওয়া যাব।

স্মুদ পারফরফ্যান্স এর জন্য থাকছে ৮জিবি ডিডিআরফোর র্যাম, ৫১২ জিবি পিসিএলই ফোর্থ জেনারেশনের এসএসডি। এতে আছে ১৪ ইঞ্চি ফুলএইচডি আইপিএস ডিসপ্লে এবং এএমডি র্যাডিওন গ্রাফিক্স। এ ছাড়া ৩০০ নিটের হাই ব্রাইটনেসের এসার কমফিভিউ এলইডি ব্যাকলিট ডিসপ্লে রয়েছে। ভিডিও কলিং এবং ভিডিও কনফারেন্সিং এর জন্য রয়েছে এইচডি ওয়েবক্যাম এবং ক্লিয়ার অডিও’র জন্য থাকছে স্টেরিও স্পিকার। কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটূথ ৫.১। উইন্ডোজ হ্যালো, প্যারেন্টাল কন্ট্রোল, সিকিওর বুট ইত্যাদি ফিচারসহ রয়েছে উইন্ডোজ ১১ হোম এবং মাল্টিপল সিস্টেম অপারেটর (এমএসও)।

ল্যাপটপটিতে ৫০ ওয়াটের ৩ সেলের লি –আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আরও থাকছে ইউএসবি টাইপ সি পিডি এসি এ্যাডাপটার। এর কিবোর্ডেও থাকছে নতুনত্ব। এসার সুইফট গো ১৪ ল্যাপটপটিতে মাল্টি জেসচার টাচপ্যাড, ২ ফিঙ্গার স্ক্রল, পিঞ্চ, এ্যাকশন সেন্টার ইত্যাদি সুবিধা থাকছে। পোর্ট এবং স্লট হিসেবে রয়েছে একটি এইচডিএমআই, একটি ৩.২ ইউএসবি পোর্ট পাওয়ার- অফ চার্জিং এর সাথে একটি টাইপ সি পোর্ট ডিসি-ইন এর সাথে, একটি ইউএসবি ২.০ পোর্ট।

পিওর সিলভার কালারে পাওয়া যাচ্ছে ল্যাপটপটি। ল্যাপটপটির বিক্রয় পরবর্তি সেবা থাকছে দুই বছর। মূল্য ৯৭,০০০ টাকা। বিস্তারিত: ০১৭৭৭৭৩৪১৪৯।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *