উদ্যোগ সাম্প্রতিক সংবাদ

সিটি ইউনিভার্সিটি ও চীনের উহান আইটি ইউনিভার্সিটির চুক্তি

ক.বি.ডেস্ক: দেশের সিটি ইউনিভার্সিটি ও চীনের অন্যতম বিশ্ববিদ্যালয় উহান ইনস্টিটিউট অব টেকনোলজি ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয় গতকাল সোমবার (৫ জুলাই)। এই চুক্তির ফলে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকগণ দেশের গন্ডি পেরিয়ে গবেষণার সুযোগ পাবে। সেই সঙ্গে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী চীনের উহান ইনস্টিটিউট অব টেকনোলজি ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে মাস্টার্স ও পিএইচডিতে পড়ার সুযোগ পাবে।

সমঝোতা স্বারকটি স্বাক্ষর করেন চীনের উহান ইনস্টিটিউট অব টেকনোলজি ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইউ ফাকুয়ান  এবং সিটি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ.শাহ্-ই-আলম। অনুষ্ঠানে উভয় বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, ট্রেজারার, রেজিস্ট্রার এবং উর্ধতন কর্মকর্তারা ভার্চুয়ালিযুক্ত ছিলেন। সভাপতিত্ব করেন সিটি ইউনিভার্সিটির কমপিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. সাফায়েত হোসেন। 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *