আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

ডাহুয়া’র ৬টি নতুন মনিটর নিয়ে এলো সুরভী এন্টারপ্রাইজ

ক.বি.ডেস্ক: চীনা প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ডাহুয়া’র নন সিকিউরিটি স্মার্ট ডিভাইস দেশের বাজারে নিয়ে এলো ডাহুয়া’র পরিবেশক সুরভী এন্টারপ্রাইজ। ১০০ হার্টজ রিফ্রেশ রেটের ডাহুয়া’র ২১.৫ ইঞ্চি থেকে ২৮ ইঞ্চি পর্যন্ত ৬টি মডেলের ফুল এইচডি আইপিএস মনিটর উন্মোচন করা হয়। প্রতিটি মনিটরে রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। সুরভী এন্টারপ্রাইজ ঘোষণা দেয় মনিটরের পাশাপাশি খুব শিগগিরই রাউটারও বাজারে আনা হবে।

গতকাল শনিবার (২১ অক্টোবর) ঢাকার একটি স্থানীয় হোটেলে পরিবশক মিটআপ অনুষ্ঠানের মাধ্যমে ডাহুয়া’র ৬টি নতুন মনিটর উন্মোচন করা হয়। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাহুয়া দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক জেমস উ এবং পরিচালক (কারিগরি) মার্ক ইয়াং; দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন পণ্য বিভাগের পরিচালক (বিক্রয়) ইয়াং ডেমিং; ডাহুয়া বাংলাদেশের ব্যবসায় প্রধান (ইনোভেটিভ বিজনেস) স্যামুয়েল সি, পণ্য ব্যবস্থাপক (ইনোভেটিভ বিজনেস) চার্লস ঝাউ এবং পরিবেশক সুরভী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক যাকের রিয়াদ, ব্যবসায় প্রধান আব্দুল কাইয়ুম খান, বিক্রয় প্রধান (চ্যানেল) অমিত মন্ডল, ডাহুয়া পণ্য ব্যবস্থাপক নবীউল করিম।

অনুষ্ঠানে তিন ক্যাটাগরির- বেসিক (ফুল এইচডি আইপিএস), গেমিং এবং ফোরকে সমৃদ্ধ ৬টি মডেলের নতুন মনিটর উন্মোচন করা হয়। ১০০ হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি আইপিএস ডিসপ্লের রয়েছে তিনটি মডেল- ২২ ইঞ্চি ডিসপ্লের ডিএইচআই-এলএম২২-বি২০১এসডব্লিউ, ২৪ ইঞ্চি ডিসপ্লের ডিএইচআই-এলএম২৪-বি২০১এস মডেল এবং ২৭ ইঞ্চি ডিসপ্লের ডিএইচআই-এলএম২৭-বি২০১এস মডেল।

গেমিং মনিটরের মধ্যে ২৪ ইঞ্চি ডিসপ্লের ডিএইচআই-এলএম২৪-ই২৩১ মডেল এবং ২৭ ইঞ্চি ডিসপ্লের ডিএইচআই-এলএম২৭-ই২৩১ মডেল দেবে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট। এ ছাড়া ২৮ ইঞ্চি ডিসপ্লের ডিএইচআই-এলএম২৮-এফ৪০০ মডেলটি হচ্ছে ফোরকে মনিটর। ফোরকে মনিটরের রেজ্যুলেশন ৩৮৪০* ২১৬০। অন্য পাঁচটি মডেলের রেজ্যুলেশন ১৯২০*১০৮০।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *