সাম্প্রতিক সংবাদ

নারী প্রকৌশলী সামিট-২০২৩ উদযাপিত

ক.বি.ডেস্ক: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীদের অগ্রাধিকার ও নারী বান্ধব প্রকৌশল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ‘আন্তর্জাতিক নারী প্রকৌশলী দিবস’ উপলক্ষে ‘দৃশ্যমান নিরাপত্তা নিশ্চিতকরণ’ স্লোগানে ”৪র্থ নারী প্রকৌশলী সামিট-২০২৩” উদযাপিত হয়েছে। এবারের নারী প্রকৌশলী সামিটে অঙ্গিকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীদের অগ্রাধিকার

গতকাল শুক্রবার (২৩জুন) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দি ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন এর উদ্যোগে অনুষ্ঠিত ৪র্থ নারী প্রকৌশলী সামিট-২০২৩ এর উদ্বোধন করেন আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর। বক্তব্য রাখেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মৌসুমী সালমিন, দি ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের আহবায়ক প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন এবং সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আসফিয়া সুলতানা।

সভাপতিত্ব করেন নারী প্রকৌশলী সামিটের চেয়ারপার্সন শিক্ষা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফরোজা বেগম এবং সঞ্চালনা করেন এমআইএসটি’র সহযোগী অধ্যাপক ড. প্রকৌশলী শামীমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী শারমিনা জামান, প্রকৌশলী শাহানা ফেরদৌস বীথি, প্রকৌশলী শামীমা কবির, ড. রোজী সিদ্দীকি, সোনিয়া নওরীন প্রমুখ।

সামিটে বক্তারা বলেন, দিন দিন প্রকৌশল পেশায় নারীর অংশগ্রহণ বাড়চ্ছে এটা আশার কথা কিন্ত নারী বান্ধব কর্মপরিবেশ কমে যাচ্ছে যা হতাশার। পদ্মা সেতুর মতো মেগা প্রকল্পগুলোতেও নারী প্রকৌশলীরা কাজ করছে৷ আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী প্রকৌশলীদের অগ্রাধিকার দিতে হবে৷ প্রকৌশল পেশাজীবি সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি নারী চ্যাপ্টার খোলার দাবি জানান অনেক নারী প্রকৌশলীদের। পরে সাংবিধানিক নিয়মেই খুব দ্রুত আইইবিতে নারী চ্যাপ্টার খোলার আশ্বাস দেন আইইবির প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক।

উল্লেখ্য যে ২০১৭ সাল থেকে ইউনেস্কো ২৩ জুনকে আন্তর্জাতিক নারী প্রকৌশলী দিবস পালন করে আসছে৷

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *