উদ্যোগ

শেষ হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২

ক.বি.ডেস্ক: অষ্টমবারের মতো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে ও বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় ‘‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২’’ জমকালো পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই হ্যাকাথন একটানা ৩৬ ঘন্টা চলে। এবার দেশের ৯টি শহর থেকে ২ হাজারেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছে। শীর্ষ ১১০টি প্রকল্পের মধ্যে হাইব্রিড মডেলে শীর্ষ ৫০টি প্রকল্প নিয়ে আইইউবি’তে এবং বাকি ৬০টি প্রকল্প নিয়ে অনলাইনে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী হ্যাকাথন।

গতকাল শনিবার (১ অক্টোবর) আইইউবি’র অডিটোরিয়ামে আয়োজিত ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সম্মানিত অতিথি ছিলেন আইইউবির উপাচার্য তানভীর হাসান। বক্তব্য রাখেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, প্রতিযোগিতার আহ্বায়ক তানভীর হোসেন খান, প্রতিযোগিতার উপদেষ্টা মোহাম্মদ মাহদী-উজ-জামান ও আরিফুল হাসান অপু।

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২ বিজয়ী যারা

ঢাকায় চ্যাম্পিয়ন ইন্টারস্টেলা, ১ম রানারআপ টিম ছায়াপথ, ২য় রানারআপ টিম যান্ত্রিক। চট্টগ্রামের চ্যাম্পিয়ন ঐক্য, ১ম রানারআপ স্পেস আই, ২য় রানারআপ ব্লু মার্বেল। রাজশাহীতে চ্যাম্পিয়ন টিম পেব্যাক, ১ম রানারআপ গ্রীণ আর্থ, ২য় রানারআপ টিম ক্রিপ্টোনাইট। কুমিল্লায় চ্যাম্পিয়ন ডায়মন্ড, ১ম রানারআপ এক্সেপশন জিরো, ২য় রানারআপ টিম সি ওয়েভস। সিলেটে চ্যাম্পিয়ন টিম ইকারুস, ১ম রানারআপ মৃত্তিকাম ২য় রানারআপ টিম পপিন। খুলনায় চ্যাম্পিয়ন ইনভিজিবল ম্যাটেরিয়াল, ১ম রানারআপ টিম গ্রাভিটন, ২য় রানারআপ লাইভ ইন মঙ্গল। বরিশালে চ্যাম্পিয়ন প্রিহিম প্রো, ১ম রানারআপ সেভ আর্থ, ২য় রানারআপ ওয়াচটেক। রংপুরে চ্যাম্পিয়ন ফ্লাই হাই,১ম রানারআপ পার্কার্স ক্রু, ২য় রানারআপ কসমিক কিউরেটর।  ময়মনসিংহে চ্যাম্পিয়ন রেডশিফট, ১ম রানারআপ বুয়েট নভোচারী, ২য় রানারআপ ইনসেপশন লাস্ট হোপ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *