অ্যাপস মোবাইল

এশিয়া ও বিশ্বকাপে ভাইবারের ‘ক্রিকেট ফিয়েস্তা’

ক.বি.ডেস্ক: রাকুতেন ভাইবার ক্রিকেট ফ্যানদের ভিন্নধর্মী অভিজ্ঞতা প্রদানে তাদের জন্য মজাদার নানা কর্মসূচি নিয়ে আসছে। ক্রিকেট ভাইবস চ্যানেলের মাধ্যমে মেসেজিং অ্যাপটি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করেছে। ‘’ এর বেশ কিছু পর্বসহ অংশগ্রহণমূলক ফ্যান কুইজ এবং ক্রিকেট সুপারব চালুরও পরিকল্পনা রয়েছে ভাইবারের। নতুন সুপারবটটি হবে অটোমেটেড ফিচারসমৃদ্ধ, যা খুব শিগগিরই চ্যানেলটিতে যুক্ত হবে, যেখানে ক্রিকেটপ্রেমীরা ম্যাচের সময়সূচি, লাইভ আপডেট এবং ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণীসহ অনেক কিছু জানতে পারবেন।

ক্রিকেট উত্তেজনাকে আরও রোমাঞ্চপূর্ণ করে তুলতে, ক্রিকেটপ্রেমীদের জন্য ক্রিকেট সুপারবটে মাসব্যাপী একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে। সেপ্টেম্বরে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ফ্যানরা সঠিকভাবে ক্রিকেট ট্রিভিয়া’র প্রশ্নগুলোর উত্তর প্রদানের মাধ্যমে পয়েন্ট অর্জন ও জমাতে পারবেন।      

দেশে ক্রিকেটের জনপ্রিয়তাকে আরও বাড়াতে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের নিয়ে এর আগেও নানা ক্যাম্পেইন আয়োজন করেছে ভাইবার। এ বছরের শুরুতে ভাইবার ও ডায়লগের মাধ্যমে ভাগ্যবান ক্রিকেটপ্রেমীরা স্টেডিয়ামে বসে শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ সরাসরি উপভোগের সুযোগ পান।

এশিয়া কাপ ক্রিকেট ও আসন্ন ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ভাইবার এর ক্রিকেট ভাইবস চ্যানেলে বিশেষজ্ঞদের নিয়ে এসে খেলার ভবিষ্যদ্বাণী ও ম্যাচ পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার আয়োজন করবে।গত মাসে খেলাপ্রেমীদের পছন্দের ফারভিজ মাহারুফ ও আরিফুল রনি ক্রিকেট টকসর বিশেষ পর্বে বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে আলোচনায় অংশ নেন। চ্যানেল মেম্বাররা ক্রিকেট ভাইবস চ্যানেলের নতুন পর্বে বাঁ-হাতি ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসেকে অতিথি হিসেবে প্রত্যাশা করছেন। ফ্যানরা ক্রিকেট ভাইবস চ্যানেলক্রিকেট সুপারবট এ যুক্ত হয়ে প্রতিদিনের খেলার আপডেট, এক্সক্লুসিভ কনটেন্টসহ বিভিন্ন বিষয় জানতে পারবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *