সাম্প্রতিক সংবাদ

গার্লস ইন আইসিটি দিবস

ক.বি.ডেস্ক: আইসিটি বিভাগের উদ্যোগে ‘‘গার্লস ইন আইসিটি দিবস’’ উপলক্ষে গতকাল সোমবার (১৩ জুন) আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে সিএসআইডি’র প্রশিক্ষণ বিভাগের সহকারি পরিচালক আনিকা রহমান লিপি, ঢাকা বিশ্ববিদ্যলয়ের অধ্যাপিকা লাফিফা জামাল এবং স্টারটেকের ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ানা খানকে বর্ষসেরা প্রযুক্তি নারী ব্যক্তিত্বের সম্মাননা দেয়া হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সটিব এন এম জিয়াউল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক কে এম তরিকুল ইসলাম, সিএসআইডি নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম এবং প্লান ইন্টারন্যাশনালের ডিরেক্টর ডেনিস ও প্রায়ান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মোহাম্মাদ আব্দুল মান্নান।

অনুষ্ঠানে এন এম জিয়াউল আলম বলেন, ২০৪১ সালের মধ্যে উচ্চ অর্থনীতির প্রযুক্তিনির্ভর, জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাস্টারপ্লান তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন ধারণা অনুযায়ী নারী কিংবা শারীরিকভাবে অক্ষম কেউই পিছিয়ে থাকবে না। নারীদের প্রযুক্তিতে অন্তর্ভূক্তির অনেক সুযোগ রয়েছে। এক্ষেত্রে নারী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ব্যবস্থায় অধিক অন্তর্ভূক্তি প্রয়োজন। আর যেহেতু নারীরা হ্যাকারদের প্রধান টার্গেট, তাই মেয়েদের অনলাইন সেফটি নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নারীদের নিয়েই বাংলাদেশ ২০৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *