সফটওয়্যার সাম্প্রতিক সংবাদ

এবি ব্যাংকে ‘অটোমেটেড চালান সিস্টেম’ চালু

ক.বি.ডেস্ক: দেশের প্রথম বেসরকারী বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংক লিমিটেড সম্প্রতি ‘অটোমেটেড চালান সিস্টেম’ (এসিএস) সার্ভিসের উদ্বোধন করেছে। বেসরকারী খাতে এবি ব্যাংক-ই প্রথম ব্যাংক হিসেবে এই সার্ভিস চালু করেছে যা বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হবে।

অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল এবং এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মোহাম্মদ হুসাইন এবং ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

এই সার্ভিসের আওতায় এবি ব্যাংকের যেকোন শাখার কাউন্টারে অথবা অনলাইন পদ্ধতিতে নগদে বা চেকের মাধ্যমে ট্রেজারি চালানের অর্থ জমা দেয়া যাবে। এই সার্ভিসের মাধ্যমে এবি ব্যাংক সরকারের রাজস্ব সংগ্রহে সক্রিয় ভূমিকা রাখবে এবং একইসাথে গ্রাহক সেবার মান আরও উন্নীত হবে। সিস্টেমের মাধ্যমে ভ্যাট, ট্যাক্স, সরকারের যাবতীয় ফি দ্রুত ও সুরক্ষিত ভাবে কালেক্টেড হবে যাতে গ্রাহকরাও উন্নত সেবা পাবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *