সাম্প্রতিক সংবাদ

ইউনিফাইড লাইসেন্স পেল রবি আজিয়াটা

ক.বি.ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ইউনিফাইড লাইসেন্স পেয়েছে দেশের ৪.৫জি টেলিকম সেবাদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। ইউনিফাইড লাইসেন্সের মেয়াদ ১৫ বছর, যা দিয়ে রবি আজিয়াটা ৫জিসহ সকল প্রকার ওয়্যারলেস মোবাইল সেবা দিতে পারবে।

গতকাল সোমবার (১১ মার্চ) কমিশনের কার্যালয়ে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলমের কাছে এই লাইসেন্স হস্তান্তর করেন। লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে বিটিআরসি’র চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদসহ কমিশনের উর্ধ্বতন ও তিন অপারেটরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে সাহেদ আলম বলেন, ইউনিফাইড লাইসেন্সিং ব্যবস্থা চালু করার সময়োপযোগী উদ্যোগের জন্য নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে ধন্যবাদ। এই ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ প্রযুক্তি নিরপেক্ষ পরিষেবার যুগে প্রবেশ করলো।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *