সাম্প্রতিক সংবাদ

ইএফডি স্থাপনের ফলে ভ্যাট আদায় বেড়েছে

ক.বি.ডেস্ক: ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) স্থাপনের ফলে মূল্য সংযোজন কর (ভ্যাট) আহরণ আগের তুলনায় অনেক বেড়েছে এবং ভ্যাট আদায়ে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রত্যেক মাসে ইএফডি মেশিন প্রতি গড়ে ভ্যাট আদায় হচ্ছে ৫০ হাজার টাকা। কাগজে কলমে যে চালান কাটা হয়-সেটি সরকারের কোষাগারে জমা হলো কিনা, তা জানা যায় না। কিন্তু ইএফডি মেশিনের মাধ্যমে কেনাকাটা হলে চালানের তথ্য পাওয়া যায়। তাই ইএফডি ভ্যাট আদায়ের ক্ষেত্রে অনেক কার্যকর পদ্ধতি। কোন সেবা বা পণ্য কেনার সময় ভ্যাট চালান সংগ্রহ করতে হবে।

গতকাল বুধবার ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবন সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বাস্তবায়ন ও আইটি বিভাগের সদস্য ড. মইনুল খান এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, এনবিআর সদস্য (ভ্যাট নিরীক্ষা) ড. মো. সহিদুল ইসলাম।

‘আমার ভ্যাট আমি দেব, কেনার সময় চালান নিব’ প্রতিপাদ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর উদ্যোগে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পালিত হবে ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ। এ বছর ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে এনবিআর বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছে। এর মধ্যে আছে-মোবাইলে এসএমএস, ভ্যাট নিয়ে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমে অনুষ্ঠান, ক্রোড়পত্র প্রকাশ, সেরা ভ্যাট দাতাদের সম্মাননা, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্টিকার, বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন টাঙানো প্রভৃতি।

আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘‘কোন কিছু কেনার সময় চালান বা ভাউচার না নেয়ার প্রবণতা রয়েছে আমাদের মধ্যে। কিন্তু চালান সংগ্রহ করলে ভ্যাটের টাকা সরকারের কোষাগারে জমা হওয়া সহজ। তাই দেশবাসীকে অনুরোধ করবো কেনাকাটার সময় চালানটা নিবেন। একইসঙ্গে ইএফডি মেশিন যে দোকানে আছে, সেখান থেকে কেনাকাটা করার অনুরোধ জানান তিনি।’’

ড. মইনুল খান বলেন, ‘‘ইএফডি স্থাপনের ফলে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাট আদায় বেড়েছে এবং স্বচ্ছতাও বৃদ্ধি পেয়েছে। ভ্যাট আদায়ের ক্ষেত্রে ইএফডি আগের তুলনায় অনেক কার্যকর একটি পদ্ধতি। এখন পর্যন্ত মোট ১৮ হাজার ইএফডি মেশিন স্থাপন করা হয়েছে এবং চলতি করবর্ষের মধ্যে ৬০ হাজার মেশিন স্থাপন করা হবে। ঢাকা ও চট্টগ্রামে তিনটি অঞ্চল ভাগ করে মেশিন বসানো হচ্ছে। এটি সফল হলে পর্যায়ক্রমে জেলা-উপজেলা পর্যায়ে ইএফডি বসানো হবে।’’

ড. মো. সহিদুল ইসলাম বলেন, ‘‘ভ্যাট আহরণ বাড়ানোর জন্য আমরা সংশ্লিষ্ট মামলাগুলো দ্রুত নিস্পত্তির উদ্যোগ নিয়েছি এবং ইতোমধ্যে একাধিক মামলার রায় সরকারের পক্ষে এসেছে। যা ভ্যাট আহরণে ইতিবাচক ভূমিকা রাখছে।’’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *