সাম্প্রতিক সংবাদ

ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল নগদ ও কড়ি

ক.বি.ডেস্ক: দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেল ডাক বিভাগের আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ ও বেসরকারি উদ্যোগ কড়ি। এ ছাড়াও ব্র্যাক ব্যাংকের বিকাশ, ব্যাংক এশিয়ার ডিজিটল এবং ১০টি বেসরকারি ব্যাংকের উদ্যোগ ডিজিটেন্টকে ডিজিটাল ব্যাংকিং উইং খোলার অনুমতি দেয়া হয়েছে।

আজ রবিবার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই দুই প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক গঠনের অনুমতি দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মেজবাউল হক বলেন, ‘গত ১৭ আগস্ট পর্যন্ত ৫২টি প্রতিষ্ঠান থেকে ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদন করা হয়। এরপর তিনটি কমিটির মাধ্যমে এই আবেদনগুলো মূল্যায়ন করা হয়। মোট ১০০ নম্বরের ওপরে এগুলোকে স্কোরিং করেছি। মূলত বিজনেস আসপেক্ট, কনটেক্সট অব দ্যা বিজনেজ এবং সিকিউরিটির ওপরে স্কোরিং করে ৯ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে, যারা ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। এই তালিকাটি আজ বোর্ডের কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছিল। পরিচালনা পর্ষদ সব কিছু পর্যালোচনা করেছে। এই ৯টি প্রতিষ্ঠানের মধ্যে একটি ইনস্যুরেন্স কোম্পানি ছিল। ইনস্যুরেন্স ব্যবসাটা একটু অন্যরকম। এ কারণে এই প্রতিষ্ঠানটাকে আমাদের পরিচালনা পর্ষদ বিবেচনা করেনি। বাকি যে ৮টি প্রতিষ্ঠান তার মধ্যে তিনটির সঙ্গে ব্যাংকের সংশ্লিষ্টতা রয়েছে। বাকি ৫টির সঙ্গে এমন কোনো সংশ্লিষ্টতা নেই।’

তিনি আরও বলেন, ‘সার্বিক বিবেচনায় যে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যাংকের সংশ্লিষ্টতা নেই, তাদের মধ্য থেকে দুটো প্রতিষ্ঠানকে এলওওয়াই লাইসেন্স ইস্যু করা হবে। এগুলো হলো নগদ ডিজিটাল ব্যাংক এবং কড়ি ডিজিটাল ব্যাংক। এদের এখন এলওওয়াই ইস্যু করা হবে। বাকি যে তিনটি প্রতিষ্ঠান যাদের সঙ্গে ব্যাংকের যোগ আছে তারা ডিজিটাল ব্যাংকিং উইং খুলে সেবা প্রদান করবে। আর অন্যগুলো এখন যে দুটো অনুমোদন পেল, তাদের পারফরমেন্স বিবেচনা করে ৬ মাস পর লাইসেন্স পাবে।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *