সাম্প্রতিক সংবাদ

ফ্রিল্যান্সারদের নতুন বাজার খোঁজার ওপর জোর দিতে হবে

ক.বি.ডেস্ক: লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্যোগে ফ্রিল্যান্সিং আইডিয়া শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ জুন) আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বিসিসি’র অডিটরিয়ামে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আইসিটি সচিব সামসুল আরেফিন।

কর্মশালায় বক্তব্য রাখেন বিসিসি’র নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, যুগ্ম সচিব আতাউর রহমান, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক মো. কামরুজ্জামান, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক হুমায়ুন কবির। সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ।

সচিব সামসুল আরেফিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারলে আগামীতে ফ্রিল্যান্সার পেশায় টিকে থাকা সম্ভব হবে না। এ ছাড়া এআই, এআর, ভিআরসহ আগামীর প্রযুক্তির বিষয়েও জ্ঞান আহরণ করতে হবে। ফ্রিল্যান্সারদের নতুন বাজার খোঁজার ওপর জোড় দিতে হবে। তিনি দেশের সাইবার জগতের নিরাপত্তায় ইথিক্যাল হ্যাকার তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন।

২০১৪ সালে শুরু হওয়া লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প শেষ হবে আগামী ডিসেম্বর মাসে। এই প্রকল্পে এরই মধ্যে দেশের ৬৪ জেলা থেকে প্রশিক্ষণ নিয়েছে ৪০ হাজার জন। এর মাধ্যমে প্রশিক্ষণকারীদের ৮০ শতাংশই নিজেদের বেকারত্ব ঘুচিয়েছে। প্রকল্প সফলতার ধারাবাহিকতায় লার্নিং, আর্নিং অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ দ্বিতীয় পর্যায়ে একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *