সাম্প্রতিক সংবাদ

লক্ষ্মীপুরে ‘স্মার্ট ভিলেজ’ প্রবেশ গেটের উদ্বোধন

ক.বি.ডেস্ক: লক্ষ্মীপুর জেলা সদরের তেওয়ারীগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে ‘স্মার্ট ভিলেজ’ প্রবেশ গেটের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। সেটির অংশ হিসেবে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ গড়ার প্রত্যয়ে জেলাতে এ প্রথম হোসেনপুর গ্রামকে ‘স্মার্ট ভিলেজ’ ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার (৬ মার্চ) ‘স্মার্ট ভিলেজ’ গেটের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ইবনে হুসাইন ভুলু প্রমুখ।

মো. আনেয়ার হোছাইন আকন্দ বলেন, প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। সেটির অংশ হিসেবে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ গড়ার প্রত্যয়ে জেলাতে এ প্রথম হোসেনপুর গ্রামকে ‘স্মার্ট ভিলেজ’ ঘোষণা করা হয়েছে।
জেলার ৫টি উপজেলায় পাঁচটি গ্রামকে ‘স্মার্ট ভিলেজ’ ঘোষণা করা হবে। ক্রমান্বয়ে অন্য গ্রামগুলোকেও স্মার্ট ভিলেজের অন্তর্ভুক্ত করা হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *