সাম্প্রতিক সংবাদ

বিসিএস’র বিশেষ সাধারণ সভা

ক.বি.ডেস্ক: বাংলাদেশ কমপিউটার সমিতির (বিসিএস) সংঘবিধি সংশোধনের জন্য বিসিএসর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৯ অক্টোবর) বিসিএস ইনোভেশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকারের সভাপতিত্বে সভায় সহ সভাপতি মো. রাশেদ আলী ভূইয়া, মহাসচিব কামরুজ্জামান ভূইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী, পরিচালকত্রয় মোহাম্মদ জহিরুল ইসলাম, মুহাম্মদ মনিরুল ইসলাম এবং মোশারফ হোসেন সুমনসহ সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিসিএস মহাসচিব কামরুজ্জামান ভূইয়া সংঘবিধি সংশোধনের জন্য প্রস্তাব উত্থাপন করেন। বিসিএস সভাপতি ইঞ্জি সুব্রত সরকার সংগঠনের প্রয়োজনে সংঘবিধি সংশোধনের কারণ উল্লেখ করে বক্তব্য প্রদান করেন। বিসিএসর সদস্যবৃন্দ এই সংশোধনের উপর ব্যক্তিগত মতামত প্রদান করেন। সভায় উপস্থিত সদস্যদের প্রায় ৯৫ শতাংশ হাত তুলে প্রস্তাবনার পক্ষে তাদের সমর্থন প্রদান করার সংঘবিধি সংশোধনের প্রস্তাব পাশ হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *