উদ্যোগ সাম্প্রতিক সংবাদ

‘ইউপি সেবা, ফেনী’র ওয়েবসাইট ও অ্যাপস উদ্বোধন

ক.বি.ডেস্ক: ফেনী জেলায় সম্প্রতি ইউনিয়ন পর্যায়ে নাগরিকদের অনলাইন সেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘ইউপি সেবা, ফেনী’র ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস-এর কার্যক্রম শুরু হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি ফেনী- ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও সিভিল সার্জন ডা. রফিক-উস-ছালেহীন।

ইউপি সেবা, ফেনী’র ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস এর মাধ্যমে সবধরনের নিবন্ধন, সার্টিফিকেটের আবেদন, ট্রেডলাইসেন্সসহ বিভিন্ন নাগরিক সেবা প্রাপ্তি সহজ হবে। একইভাবে প্রবাসীরা দেশে না থেকেও ইউনিয়ন পরিষদের সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগীয় দপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে অনলাইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পর্যালোচনা করা যাবে। 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *