আনুষাঙ্গিক মোবাইল সাম্প্রতিক সংবাদ

স্যামসাং গ্যালাক্সি এস২২ প্রি-বুকিংয়ে ব্যাপক সাড়া

ক.বি.ডেস্ক: গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনগুলোর জন্য রেকর্ড সংখ্যক প্রি-বুকিং জমা পড়েছে, যা গ্যালাক্সি এস২১ সিরিজের স্মার্টফোনগুলোর চেয়েও দ্বিগুণ। এখন পর্যন্ত, গ্যালাক্সি এস সিরিজের মোট বিক্রির ৬০ শতাংশ হয়েছে গ্যালাক্সি এস২২ আল্ট্রার মাধ্যমে। দুর্দান্ত অফারসহ গ্যালাক্সি এস২২+ ও এস২২ আল্ট্রা বর্তমানে দেশের বাজারে পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানতে স্যামসাং বাংলাদেশের সোশ্যাল মিডিয়া পেজ এবং ওয়েবসাইটে চোখ রাখুন।

নাইটোগ্রাফি এবং এআই অ্যাডভান্সমেন্টের সমন্বয়ে গ্যালাক্সি এস২২ ও এস২২+ ডিভাইসগুলো স্মার্টফোনের চিরাচরিত প্রথা ভেঙেছে। ব্যবহারকারীরা ডিভাইসগুলো দিয়ে আরও ভালো ছবি তুলতে পারবেন এবং ভিডিও ধারণ করতে পারবেন। এস পেন এর মাধ্যমে এস সিরিজের ফোনগুলো সৃজনশীল উপায়ে ব্যবহার করা যাবে, যা গ্যালাক্সি এস২২ আল্ট্রা ব্যবহারকারীদের জন্য নতুন দিগন্তের সূচনা করবে। এর আগে, এস পেন ব্যবহারের সুবিধা শুধু গ্যালাক্সি নোট ডিভাইসগুলোতে ছিলো।

স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল মো.মূয়ীদুর রহমান বলেন, স্মার্টফোন ব্যবহারকারীদের সর্বাধুনিক ও উন্নত প্রযুক্তির ফোন ব্যবহারে অনুপ্রাণিত করতে স্যামসাং সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনগুলোই এর প্রকৃষ্ট উদাহরণ। এ কারণেই, গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনগুলো প্রি-অর্ডারের ক্ষেত্রে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।  

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *