উদ্যোগ সাম্প্রতিক সংবাদ

‘সফটওয়্যার কোয়ালিটি অ্যাস্যুরেন্স অ্যান্ড টেষ্টিং’ বিষয়ে আন্তর্জাতিক সিম্পোজিয়াম

বাংলাদেশে সফটওয়্যার শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির (ডিআইএ) উদ্যোগে গত শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী ‘সফটওয়্যার কোয়ালিটি অ্যাস্যুরেন্স অ্যান্ড টেষ্টিং সিম্পোজিয়াম ২০২০’ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সফটওয়্যার ও টেষ্টিং বিশেষজ্ঞ, ইন্ডাষ্ট্রি-একাডেমিয়া ও সরকারের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। সিম্পোজিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান, প্ল্যানারি সেশন ছাড়াও ৬ টি গুরুত্বপূর্ণ ওয়েবিনার  অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেষ্টিং বোর্ডের প্রেডিডেন্ট ওলিভার ডেনো, ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান, বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, ইন্টারন্যাশনাল সফটওয়্যার কোয়ালিটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ষ্টিফেন গোরিকে। সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।

সেমিনারের মধ্যে মোবাইল টেষ্টিং অ্যাপ্লিকেশন, এআই টেষ্টিং অ্যাপ্লিকেশন, এজাইল টেষ্টিং প্রাকটিস, টিএমএমআই এর সফটওয়্যার শিল্পে গুরুত্ব ইন আইওটি, টেষ্টিং ইন্ডাষ্ট্রি বিশ্ব আইওটি, টেষ্টিং ডেভলপস।

প্ল্যানারি সেশনে অংশ নেন আইএসটিকিউবির জাপান প্রতিনিধি কেনজি ওনিসি, কানাডিয়ান বোর্ডের পরিচালক আমান্দা লোগ, ডাটা সফটের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মঞ্জুর মাহমুদ, এসকিউটিসির প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাইফুল আলম খান। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. তৌহিদ ভূইয়া।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *