সাম্প্রতিক সংবাদ

মেম্বারস ভয়েস প্যানেলের নিরঙ্কুশ জয়

ক.বি.ডেস্ক: আজ ৩ এপ্রিল (বুধবার) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কমপিউটার সমিতি’র (বিসিএস) ২০২৪-২০২৬ মেয়াদকালের দ্বিবার্ষিক সাত সদস্যের কার্যনির্বাহী পরিষদের (ইসি) নির্বাচন এবং বিসিএস’র ১১টি শাখা কমিটির ইসি নির্বাচন। এবারের নির্বাচনে মেম্বারস ভয়েস প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। বিসিএস’র ২১৫০ জন ভোটারের মধ্যে ১৪৬৬ জন ভোট দিয়ে তাদের নতুন নেতৃত্ব বেছে নিয়েছেন। ১৪৩৭ জন ভোটারের ভোট বৈধতা হয়। ২৯টি বাতিল হয়েছে।

বিসিএস’র ২০২৪-২৬ নির্বাচনে কেন্দ্রিয় ইসি নির্বাচনে ৭টি পরিচালক পদেই জয়লাভ করেছে মেম্বারস ভয়েস প্যানেল। সর্বোচ্চ ভোট পেয়েছেন সাউথ বাংলা কমপিউটারের মো. কামরুজ্জামান ভূইয়া, প্রাপ্ত ভোট ১৩৫০। দ্বিতীয়- স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মো. রাশেদ আলী ভূঁইয়া, প্রাপ্ত ভোট ১৩৪৫। তৃতীয়- মিজান ট্রেডের আনিসুর রহমান, প্রাপ্ত ভোট ১৩৩৩। চতুর্থ- টেকনো প্ল্যানেট সিস্টেমসের মো. মনজুরুল হাসান, প্রা্প্ত ভোট ১২৬২। পঞ্চম- নেওয়াজ এন্টারপ্রাইজের এইচ এম শাহ নেওয়াজ, প্রাপ্ত ভোট ১২১৯। ষষ্ঠ- মাইক্রোসান সিস্টেমসের এস এম ওয়াহিদুজ্জামান, প্রাপ্ত ভোট ১১০২। প্যানেল প্রধান সি অ্যান্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের ইঞ্জি. সুব্রত সরকার ৭ জনের মধ্যে সপ্তম এবং সর্বনিম্ন ভোট পেয়েও জয়লাভ করেছেন, প্রাপ্ত ভোট ৯৮৯।

বিসিএস এর ২০২৪-২৬ নির্বাচনে কেন্দ্রিয় ইসি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী টেকহিলের মোস্তাফিজুর রহমান তুহিন, প্রাপ্ত ভোট ৮৫৯ এবং এশিয়া কমের মোহাম্মদ আব্দুল জলিল, প্রাপ্ত ভোট ৬০০।

নির্বাচনে ১১টি শাখা কমিটির মধ্যে কুমিল্লা এবং রংপুর শাখা কমিটিতে ইসি নির্বাচন অনুষ্ঠিত হয়। সিলেট, খুলনা, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, যশোর এবং কুষ্টিয়া শাখা কমিটিতে ৭টি পদে ৭ জন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তারা।

বিসিএস’র ২০২৪-২৬ মেয়াদকালের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এক্সেল টেকনোলজিস লিমিটেডের পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী। সদস্যদ্বয় সাইবার কমিউনিকেশনের প্রধান কার্যনির্বাহী নাজমুল আলম ভুঁইয়া (জুয়েল) এবং কমপিউটার আর্কাইভসের স্বত্বাধিকারী মো. আমির হোসেন। অ্যাপিল বোর্ডের চেয়ারম্যান ম্যাসিভ কমপিউটার্সের স্বত্বাধিকারী মুসা কামাল মিহির। সদস্যদ্বয় অ্যাডভান্স কমপিউটার টেকনোলজির স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার চৌধুরি মো. আসলাম এবং বিজনেসল্যান্ড লিমিটেডের পরিচালক হামিদুল্লাহ খান কচি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *