সাম্প্রতিক সংবাদ

বিসিএস নির্বাচন: প্রার্থী পরিচিতি সভা

ক.বি.ডেস্ক: বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস) এর ২০২৪-২৬ মেয়াদকালের দ্বিবার্ষিক কেন্দ্রিয় কার্যনির্বাহী পরিষদ (ইসি) নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত হয়। নির্বাচন বোর্ড আয়োজিত এই সভায় প্রার্থীরা নিজেদের নির্বাচনী ইশতেহার ভোটারদের সামনে উপস্থাপন করেন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শেখ কবীর আহমেদ এবং সদস্য মো. আমির হোসেনের উপস্থিতিতে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

বিসিএস এর ২০২৪-২৬ নির্বাচনে কেন্দ্রিয় ইসি নির্বাচনে ‘‘মেম্বারস ভয়েস’’ প্যানেলে সি অ্যান্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ইঞ্জি. সুব্রত সরকার নেতৃত্ব দিচ্ছেন। তিনি প্যানেলের পক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

বিসিএস এর ২০২৪-২৬ নির্বাচনে কার্যনির্বাহী কমিটিতে ‘মেম্বারস ভয়েস’ প্যানেলে সি এন্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ইঞ্জি. সুব্রত সরকার নেতৃত্ব দিচ্ছেন। নিজ প্যানেলের পক্ষে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

মেম্বারস ভয়েস প্যানেলের সদস্যরা হলেন সি এন্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ইঞ্জি. সুব্রত সরকার, স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূইয়া, সাউথ বাংলা কমপিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূইয়া, মিজান ট্রেডের স্বত্বাধিকারী আনিসুর রহমান, মাইক্রোসান সিস্টেমসের স্বত্বাধিকারী এস এম ওয়াহিদুজ্জামান, টেকনো প্ল্যানেট সিস্টেমসের স্বত্বাধিকারী মো. মনজুরুল হাসান এবং নেওয়াজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এইচ এম শাহ নেওয়াজ।

এ ছাড়াও প্রার্থী পরিচিতি সভায় ১১টি শাখা কমিটির (সিলেট, খুলনা, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, যশোর, রংপুর এবং কুষ্টিয়া) নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ১১টি শাখা কমিটির মধ্যে কুমিল্লা এবং রংপুর শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ৯টি শাখা কমিটিতে ৭টি পদে ৭ জন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *