সাম্প্রতিক সংবাদ

প্রতিবন্ধী ব্যাক্তিরা পরিশ্রমী: প্রতিমন্ত্রী পলক

ক.বি.ডেস্ক: বিশেষভাবে সক্ষম ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তিদের আইসিটির মাধ্যমে ক্ষমতায়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে চাকরি মেলা ২০২৪ এর আয়োজন করে বাংলাদেশ কমপিউটার কাউন্সিল (বিসিসি)। মেলায় অংশ নেয় ৪৮টি আইসিটি ভিত্তিক প্রতিষ্ঠান এবং চাকরি প্রার্থী প্রতিবন্ধী ব্যক্তিগণ। এর আগে সারাদেশ থেকে ৫ শতাধিক প্রতিবন্ধী ব্যক্তি সিভি জমা দেন অনলাইনে। এছাড়া, মেলায় সরাসরি উপস্থিত হয়েও প্রতিবন্ধী ব্যক্তি চাকরিপ্রার্থীরা সিভি বা জীবনবৃত্তান্ত জমা দেয়ার সুযোগ পান।

গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর অফিস ভবনে অনুষ্ঠিত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলা ২০২৪ এর উদ্বোধন করেন প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন আইসিটি সচিব মো. সামসুল আরেফিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো এর মহাপরিচালক মো. সাইদুর রহমান এবং সিএসআইডি এর নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম স্বাগত বক্তব্য রাখেন বিসিসি এর প্রশিক্ষণ ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. গোলাম সারওয়ার। সভাপতিত্ব করেন বিসিসি এর নির্বাহী পরিচালক রণজিৎ কুমার।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘‘প্রতিবন্ধী ব্যাক্তিরা পরিশ্রমী। সুস্থ্য স্বাভাবিক তরুণ-তরুণীদের চেয়ে প্রতিবন্ধী ব্যাক্তিরা বেশি মনোযোগ দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে কর্মক্ষেত্রে সেবা প্রদান করছে। প্রতিবন্ধীরা আমাদের ভাই-বোন এবং তাদেরকে সুযোগ দিতে হবে। প্রতিবন্ধীরা তাদের শ্রম, মেধা ও দায়িত্বশীলতা দিয়ে অন্যান্যদের চেয়ে বেশি এগিয়ে থাকবে। শারীরিক প্রতিবন্ধকতা ও বিশেষভাবে সক্ষমদের মধ্যে বৈষম্য দূর করতে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।আমাদের দেশের কোন প্রতিবন্ধী ছেলে মেয়েরা ঘরে বসে থাকবে না। তারা পরিবার বা দেশের বোঝা হবে না।’’

তিনি আরও বলেন, ‘‘প্রতিবন্ধীদের একটু সহযোগিতা এবং সুযোগ দিলে তারা দেশের সম্পদ হয়ে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার নেতৃত্ব দিবে। প্রতিবন্ধীদের জন্য শুধু চাকরির মেলা নয়, প্রতিবন্ধীরা উদ্যোক্তা হয়ে আরও হাজার হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করবে। ঘরে বসেই যেনো প্রতিবন্ধীরা দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ নিতে পারেন সেজন্য ‘এম্পোরিয়া (emporia.bcc.gov.bd)’ পোর্টাল ব্যবহারে আহ্বান জানান তিনি। এনজিওগুলোতেও যেনো প্রতিবন্ধীদের চাকরি দেয়া হয় সেজন্য এনজিও ব্যুরো মহাপরিচালককে অনুরোধ জানান।’’

সচিব মো. সামসুল আরেফিন বলেন, ‘‘কোন মানুষই ইচ্ছাকৃতভাবে প্রতিবন্ধী হয় না এবং এটা প্রকৃতি প্রদত্ত। প্রতিবন্ধী ব্যাক্তিরা সমাজের বোঝা নয়। আমাদের সমাজে পিছিয়ে পরা ব্যাক্তিদেরকে অবশ্যই আমাদের সমাজে অন্তর্ভুক্ত করতে হবে। প্রতিবন্ধী ব্যাক্তিদেরকে আমরা উপলব্ধি করতে না পারলে তারা কখনই সামনে এগিয়ে আসতে পারবেনা। আর এই জন্যই বাংলাদেশের সংবিধানেও তাদের বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’’

যাদের আইসিটিতে দক্ষতা রয়েছে তাদের নিয়োগের লক্ষ্যে ইন্টারভিউ গ্রহণ করে মেলায় অংশগ্রহণ নেয়া প্রতিষ্ঠানগুলো। কল সেন্টার এজেন্ট, ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অ্যানিমেশন, প্রোগ্রামিংসহ নানা প্রকার পদের জন্য প্রতিবন্ধী ব্যক্তি চাকরিপ্রার্থীদের সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভূক্ত করে চাকরী মেলার শেষে নিয়োগের পরবর্তী প্রক্রিয়া শুরু হয়। এবার এই মেলার মাধ্যমে প্রায় ৫০ জনকে চাকরি দেয়া সম্ভব হবে বলে আশা রাখছেন আয়োজক কর্তৃপক্ষ। বেসিস, বাক্কো, ই-ক্যাব সহ বিভিন্ন ট্রেডবডি বা অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত আইসিটি ভিত্তিক প্রতিষ্ঠানসমূহ মেলায় অংশ নেয়।

চাকরি মেলা ২০২৪ আয়োজনের সহযোগিতায় ছিলো সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) এবং এনজিও বিষয়ক ব্যুরো।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *