প্রযুক্রির পণ্য ল্যাপটপ

এআই সমৃদ্ধ ল্যাপটপ আনছে স্যামসাং

ক.বি.ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন গ্যালাক্সি বুক ৪ ল্যাপটপ আনছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। প্রতিষ্ঠানটির প্রথম এআই সমৃদ্ধ ল্যাপটপটিতে রয়েছে ইনটেলের মেটিওর লেক প্রসেসর। এতে নিউরাল প্রসেসিং ইউনিট দেয়ার পরিকল্পনা করছে, যা নতুন ইনটেল চিপেই থাকবে। স্যামসাংয়ের নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলও থাকবে। ল্যাপটপটি কৃত্রিম বুদ্ধিমত্তা সমর্থন করে।

গ্যালাক্সি বুক ৪ ল্যাপটপ
ল্যাপটপটি দিয়ে নানা ধরনের কাজ করা যাবে। স্যামসাংয়ের নিজস্ব এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের স্যামসাং গস লার্জ ল্যাঙ্গুয়েজ থাকবে। যা ল্যাপটপটিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত বিভিন্ন কাজে সাহায্য করবে। ইনটেল মেটিওর লেক প্রসেসরটি নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) ফিচার করবে, যা নানাবিধ এআই কম্পিউটেশন হ্যান্ডেল করতে পারবে কোনো নেটওয়ার্ক কানেকশনের সাহায্য ছাড়াই।

নতুন ইনটেল প্রসেসরের এই এনপিইউ পেয়ার করা থাকবে স্যামসাং গস নামের ল্যাঙ্গুয়েজ মডেলের সঙ্গে। ফলে, প্রসেসরটি যেমন ফাস্ট প্রসেসিং স্পিড দিতে পারবে, তেমনই আবার পরিণত সিকিওরিটিও দিতে সক্ষম হবে। নতুন মেটিওর লেক সিপিইউ প্রতিস্থাপন করতে চলেছে ইনটেল প্রসেসরের আই সিরিজ ব্র্যান্ডিং, যাতে নতুন কোর আলট্রা ব্র্যান্ডিংও থাকছে। নতুন এই ল্যাপটপে থাকতে পারে কোর আল্ট্রা ৭ ১৫৫এইচ চিপসেট। এ ছাড়া এই ল্যাপটপের যে হাই-এন্ড ভার্সনটি থাকবে, তাতে দওয়া হতে পারে কোর আল্ট্রা ৯ ১৮৫এইচ প্রসেসর।

স্যামসাংয়ের নতুন এই ল্যাপটপটি ১৫ ডিসেম্বর উন্মোচন করার পর প্রযুক্তি বাজারে আসার কথা রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *