সাম্প্রতিক সংবাদ

আইএসও সনদ অর্জন করলো এটুআই’র প্রকিউরমেন্ট ব্যবস্থাপনা

ক.বি.ডেস্ক: প্রকিউরমেন্ট ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রমে প্রাতিষ্ঠানিক সাফল্যের জন্য আন্তর্জাতিক মান সংস্থার (আইএসও) সনদ অর্জন করেছে এটুআই’র প্রকিউরমেন্ট ব্যবস্থাপনা। সরকারি প্রকিউরমেন্ট প্রক্রিয়ার স্বচ্ছতা ও মানোন্নয়নের লক্ষ্যে ক্রয়কারী ও সরবরাহকারীদের সম্পর্ক উন্নয়ন এবং বেসরকারি খাতের দক্ষতা বৃদ্ধির জন্য এটুআই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানীর আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে এটুআই’র উদ্যোগে অনুষ্ঠিত ‘সাপ্লায়ার রিলেশনশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৩’ শীর্ষক অনুষ্ঠানে এই আইএসও সনদ হস্তান্তর করা হয়। আইওটিএ বিডি’র চিফ অপারেটিং অফিসার অ্যান্ড প্রিন্সিপাল কনসালটেন্ট কায়সার মাহমুদ আইএসও সনদ হস্তান্তর করেন প্রধান অতিথি আইসিটি সচিব মো: সামসুল আরেফিনের কাছে। বিশেষ অতিথি ছিলেন সিপিটিইউ’র মহাপরিচালক মো. শোহেলের রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন এটুআই’র প্রকল্প পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা।

মো. সামসুল আরেফিন বলেন, ‘‘এটুআই জনগণের দোরগোড়ায় প্রযুক্তি-নির্ভর বিভিন্ন সেবা পৌঁছে দেয়ার ক্ষেত্রে নানা উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করে আসছে। বহুমুখী প্রশাসনিক সংস্কার কার্যক্রম, উন্নয়নমূলক কর্মতৎপরতা, নাগরিকবান্ধব পরিবেশ এবং সেবা আধুনিকায়নের মাধ্যমে অনন্য আবহ তৈরি করে আসছে এটুআই। সরকারি ক্রয় আইন ও বিধির সহিত সামঞ্জস্য রেখে সরবরাহকারী/পরামর্শক প্রতিষ্ঠানের দক্ষতা উন্নয়নে এটুআই কার্যক্রম গ্রহণ করেছে। আমরা ২০২৬ সালে একটি উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করব।’’

মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, ‘‘একসঙ্গে কাজ করার মাধ্যমে, পণ্যের ও সার্ভিসের গুণগত মান, ডেলিভারি সময়, প্রকিউরমেন্ট প্রক্রিয়া এবং সকল সরবরাহকারী ও প্রস্তাব দাখিলকারী প্রখিষ্ঠানের দক্ষতা উন্নয়ন করা সম্ভব। সরকারি ক্রয়কারী এবং বেসরকারি সরবরাহকারীদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি, পারস্পারিক সহযাগিতার মনোভাব, প্রযুক্তি হস্তান্তর, জ্ঞান স্থানান্তরসহ দীর্ঘমেয়াদি অংশীদারত্ব তৈরি, সাপ্লাই চেইন ও লজিস্টিক ব্যয় কমানো এবং সরকারি সেবার সর্বোচ্চ মানোন্নয়ন নিশ্চিত করা এই কর্মশালার লক্ষ্য।’’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *