সাম্প্রতিক সংবাদ

“জাতীয় রপ্তানি ট্রফি” পেল এনার্জিপ্যাক

ক.বি.ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি এনার্জিপ্যাক সম্প্রতি ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ে অসামান্য অবদানের জন্য “জাতীয় রপ্তানি ট্রফি” (স্বর্ণপদক) পেয়েছে। এ বছর তৃতীয়বারের মতো জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছে এনার্জিপ্যাক। ২০১৯-২০ অর্থবছরে ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য খাতের রপ্তানি আয়ে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি দেয়া হয়।

গত ১৬ এপ্রিল ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এনার্জিপ্যাকের শীর্ষ নির্বাহীর হাতে এই ট্রফি তুলে দেয়া হয়। এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিইও ইঞ্জিনিয়ার রবিউল আলম বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে ট্রফি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *