সাম্প্রতিক সংবাদ

২৪০ ওয়াট চার্জিং প্রযুক্তি নিয়ে এলো রিয়েলমি

ক.বি.ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি নিয়ে এসেছে ২৪০ ওয়াটের স্মার্টফোন চার্জিং সুবিধা, যা ব্যবহারকীদের স্মার্টফোন চার্জ দেয়ার অভিজ্ঞতাকে করবে আরও স্বাচ্ছন্দ্যদায়ক। চার্জিং প্রযুক্তিতে রিয়েলমি’র এই নতুন উদ্ভাবন কাউন্টারপয়েন্টের নতুন প্রতিবেদনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কাউন্টারপয়েন্টের নতুন প্রতিবেদন অনুযায়ী, ২৪০ ওয়াটের স্মার্টফোন চার্জিং সুবিধা নিশ্চিত করবে দ্রুতগতির চার্জিং। এর মাধ্যমে, মাত্র ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে ফোন সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।

প্রথম ব্র্যান্ড হিসেবে চীনে ২৪০ ওয়াট চার্জিং সক্ষম স্মার্টফোন উন্মোচন করেছে রিয়েলমি, যার মাধ্যমে টাইপ-সি স্ট্যান্ডার্ডের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে স্মার্টফোন চার্জ দেয়া যাবে। সামনেই বিশ্বের অন্যান্য দেশে জিটি৩ স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে রিয়েলমি, যার মাধ্যমে ২৪০ ওয়াট চার্জিং প্রযুক্তি বিশ্বের সবার জন্য সহজলভ্য হবে। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ -এ জিটি৩ উন্মোচন করছে ব্র্যান্ডটি।

আমাদের আধুনিক জীবনে ব্যস্ততার কারণে, ব্যবহারকারীরা এমন প্রযুক্তি চায় যা দ্রুত গতির চার্জিং নিশ্চিত করবে। ব্যবহারকারীদের প্রয়োজন মেটাতে রিয়েলমি স্মার্টফোন খাতে প্রথমবারের মতো ২৪০ ওয়াটের পাওয়ার আউটপুট নিয়ে এসেছে, যা তাদের ফাস্ট-চার্জিং এর অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিবে। স্মার্টফোন চার্জ দেয়ার ক্ষেত্রে এ উদ্ভাবন এ খাতের সর্বোচ্চ মানকেই তুলে ধরে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *