উদ্যোগ সাম্প্রতিক সংবাদ

‘কোয়ান্টাম অ্যাডভেনটেজ, কোয়ান্টাম সেলফ অ্যান্ড দ্য কিবল ব্যালেন্স’ শীর্ষক সেমিনার

ক.বি.ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) ‘‘কোয়ান্টাম অ্যাডভেনটেজ, কোয়ান্টাম সেলফ অ্যান্ড দ্য কিবল ব্যালেন্স’’ শীর্ষক এক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়ার উপাচার্য অধ্যাপক দ্যাতো ড. রিদজা বিন ওয়াহিদিন। সেমিনারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অতিরিক্ত রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ড. ইমরান মাহমুদ এবং জ্যেষ্ঠ প্রভাষক নুসরাত জাহান বক্তব্য রাখেন।

ড. রিদজা ওয়াহিদিন বলেন, কোয়ান্টাম অ্যালগরিদম আগামীতে প্রযুক্তির দুনিয়াকে বদলে দেবে। কোয়ান্টাম প্রযুক্তির এই অ্যালগরিদম ব্যবহার করে এমন সুপার কমপিউটার তৈরি করা সম্ভব যা দিয়ে অতি অল্প সময়ে জটিল জটিল সমস্যার সমাধান করা যাবে। আগামীতে কোয়ান্টাম অ্যালগরিদমের ব্যবহার বাড়বে বলে তিনি মন্ত্মব্য করেন। এসময় তিনি শিক্ষার্থীদেরকে সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ মোকাবেলায় কোয়ান্টাম প্রযুক্তির ব্যবহার শিখতে আহ্বান জানান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *