সাম্প্রতিক সংবাদ

ক্যাশ আউট চার্জ ৪ টাকা!

শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা তহবিল থেকে শ্রমিকদের দেয়া বেতনের টাকা ক্যাশ আউটে হাজারে চার্জ ধরা হয়েছে ৮ টাকা। এরমধ্যে ৪ টাকা দেবে ঋণ প্রদানকারী ব্যাংক। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেয়া বেতন-ভাতার ক্যাশ আউট চার্জের মধ্যে শ্রমিকদের থেকে নেয়া যাবে সর্বোচ্চ ৪ টাকা।

এখন প্রতি হাজারে ১৮ থেকে ২০ টাকা চার্জ কাটে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো টাকা উত্তোলন বা ক্যাশ আউটে ।গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক ক্যাশ আউটের বিষয়ে এমন নির্দেশনা দিয়ে একটি সার্কুলার পাঠিয়েছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে।

প্রণোদনা তহবিল থেকে নেয়া বেতন-ভাতা সরাসরি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাকাউন্টের মাধ্যমে দিতে হবে। এ প্রেক্ষিতে ক্যাশ আউটের টাকা কমানোর এ নির্দেশনা দেয়া হয়েছে।

বর্তমানে বিকাশ, রকেটসহ ১৫ প্রতিষ্ঠান এবং ডাক বিভাগের নগদ মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *