সাম্প্রতিক সংবাদ

গোপালগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান হলেন কামরুজ্জামান ভূঁইয়া

ক.বি.ডেস্ক: গতকাল বুধবার (৮ মে) গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলার মধ্যে প্রথম ধাপে তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জের তিনটি উপজেলায় সুষ্ঠুভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে কামরুজ্জামান ভূঁইয়া (লুটুল) টেলিফোন মার্কায় ৩১ হাজার ৩৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বি এম লিয়াকত আলি আনারস পেয়েছেন ২৯ হাজার ৮৬৪ ভোট। ভোটের ব্যবধানে ৩য় স্থানে নিতিশ রায় মোটরসাইকেল পেয়েছেন ২৫ হাজার ৩০০ ভোট।

কামরুজ্জামান ভূঁইয়া (লুটুল) দেশের আইসিটি খাতের সংগঠন বাংলাদেশ কমপিউটার সমিতির (বিসিএস) বর্তমান কার্যনির্বাহী কমিটির মহাসচিব। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা। সাউথ বাংলা কমপিউটার্সের ব্যবস্থাপনা পরিচালক। তিনি এলিফ্যান্ট রোড কমপিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির (ইসিএস) সাবেক সহসভাপতি ছিলেন।

উল্লেখ্য, দেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে এই ভোটগ্রহণ। এর মধ্যে ২২টিতে ইভিএমে ও বাকিগুলোতে ব্যালটে ভোট হয়েছে। কয়েকটি স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *