সাম্প্রতিক সংবাদ

একুশে বইমেলায় তিতাস সরকারের প্রযুক্তি বিষয়ক ৪টি বই

ক.বি.ডেস্ক: ‘বইমেলা’ কিংবা ‘গ্রন্থমেলা’ শব্দ দু’টির যেকোনো একটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাংলা একাডেমী আয়োজিত একুশে বইমেলা। যে মেলা বইপ্রেমী মানুষের প্রাণে দোলা দেয়। কোনো এক অদৃশ্য শক্তিবলে লাখো মানুষকে টেনে আনে মেলা প্রাঙ্গণে।

একুশে বইমেলা ২০২৪ এ তথ্য প্রযুক্তিতে (ইনফরমেশন টেকনোলজি) ক্যারিয়ার করতে আগ্রহীদের সহায়তা করার লক্ষ্যে তিতাস সরকার এর চারটি বই মেলায় পাওয়া যাচ্ছে। বইগুলো হলো: ক্যারিয়ার ইন আইটি, বেসিক টু অ্যাডভান্সড নেটওয়ার্কিং, মাইক্রোটিক রাউটার নেটওয়ার্কিং ও সিকিউরিটি এবং এথিক্যাল হ্যাকিং।

ক্যারিয়ার ইন আইটি- বইটিতে আইটিতে কাজ করার সময় সবসময় আমরা যে সমস্যাগুলো সম্মুখীন হই সেগুলোর সমাধান দেয়া রয়েছে, পাশাপাশি আইটির জব ইন্টারভিউয়ের প্রশ্ন/উত্তরগুলো রয়েছে।

বেসিক টু অ্যাডভান্সড নেটওয়ার্কিং- বইয়ে বেসিক নেটওয়ার্কিংসহ সিসিএনএ পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে। মাইক্রোটিক রাউটার নেটওয়ার্কিং- বইটি লেখা হয়েছে মাইক্রোটিক রাউটার কনফিগারেশন নিয়ে। পাশাপাশি কিভাবে আপনার নেটওয়ার্ককে সিকিউয়ার করবেন।

এ ছাড়া বর্তমান সময়ের আলোচিত বিষয় সাইবার নিরাপত্তা এবং হ্যাকিং নিয়ে তিতাস সরকার লিখেছেন ‘এথিক্যাল হ্যাকিং ও সিকিউরিটিবইটি। এ বইটিতে বিশেষভাবে ফোকাস করা হয়েছে সাইবার নিরাপত্তা ও সচেতনতার ওপর।

তিতাস সরকার বলেন, বর্তমানে তরুণদের মাঝে আইটি পেশায় কাজের আগ্রহ বাড়ছে। তবে সঠিক দিকনির্দেশনা না পাওয়ায় অনেকেই জানেন না কীভাবে শুরু করতে হবে। তাদের কথা মাথায় রেখেই এ বইগুলো লেখা হয়েছে।

আদর্শ প্রকাশনীর ১৩৫-১৩৮ নং স্টল থেকে বইগুলো সংগ্রহ করা যাবে। এ ছাড়াও রকমারি ডটকম থেকেও বইগুলো সংগ্রহ করা যাবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *