সাম্প্রতিক সংবাদ

অনলাইনে রোগী নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

ক.বি.ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ‘হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যারটির মাধ্যমে অনলাইন রোগী নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হয়। আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের (বিসিসি) ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় এই অনলাইনে রোগী নিবন্ধন কার্যক্রমের যাত্রা হয়। ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় এই হাসপাতালটির জন্য ৩১টি মডিউল বিশিষ্ট ‘হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম’ বাস্তবায়নাধীন রয়েছে।

গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডিজিটাল স্বাস্থ্য সেবা ‘হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম’ এর উদ্বোধন করেন প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হারুন-অর-রশীদ।

প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, ‘‘এ কার্যক্রমটি বাস্তবায়নের পর হাসপাতালে আগত রোগীরা সহজে সেবা পাবেন। প্রত্যেক রোগীর আলাদা ইলেকট্রনিক হেল্‌থ রেকর্ড সার্ভারে সংরক্ষিত থাকবে। ফলে একজন রোগীর পূর্বের ব্যবস্থাপত্র বা বিভিন্ন মেডিকেল পরীক্ষার রেকর্ডের ছাপানো দলিলাদি হারিয়ে গেলেও প্রয়োজনে তা খুঁজে বের করা সম্ভব হবে। এ ছাড়াও একই সিস্টেম অন্যান্য হাসপাতালে ব্যবহৃত হলে একজন রোগীর মেডিকেল রেকর্ড সে সকল হাসপাতাল থেকেও এক্সেস করা যাবে। এ সফ্‌টওয়্যারের মাধ্যমে হাসপাতালের অন্যান্য কার্যক্রমও ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে।’’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *