সাম্প্রতিক সংবাদ

টেলিযোগাযোগ সচিব-চীন রাষ্ট্রদূত বৈঠক

ক.বি,ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।আলোচনায় বিশেষ করে মোবাইল ও টেলিযোগাযোগ খাতসহ স্মার্ট অবকাঠামো খাতের উন্নয়নসংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন সচিব ও রাষ্ট্রদূত। গতকাল বধুবার (১৩ ডিসেম্বর) ঢাকায় সচিবালয়ে সচিবের দপ্তরে এই বৈঠক হয়।

সচিব আবু হেনা মোরশেদ জামান বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। টেলিযোগাযোগ খাতসহ বাংলাদেশের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে চীনের ভূমিকা প্রশংসনীয়। ভবিষ্যতে এসব সহযোগিতা অব্যাহত রাখবে চীন। বর্তমান সরকারের বিনোয়োগবান্ধব নীতির ফলে বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত লাভজনক একটি দেশ। সরকারের বিনোয়োগবান্ধব নীতির সুযোগ কাজে লাগিয়ে দেশের টেলিযোগাযোগ খাতে অধিকতর বিনোয়োগে চীন এগিয়ে আসবে বলে তিনি আশাবাদী।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের উন্নয়ন অংশীদারিত্ব দিনদিন শক্তিশালী হচ্ছে। ভবিষ্যতে এ উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *