উদ্যোগ

ডিআইইউ’তে বিডিওআই ২০২৩ প্রতিযোগীতা অনুষ্ঠিত

ক.বি.ডেস্ক: বাংলাদেশ অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্স (বিডিওআই) ২০২৩ এর জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নজরুল এডুপ্লেক্স এ অনুষ্ঠিত হয়। সমগ্র বাংলাদেশ থেকে প্রিলিমিনারী রাউন্ডের মাধ্যমে সেরাদের নির্বাচিত করে দুইদিনব্যাপী এ চূড়ান্ত প্রতিযোগীতায় ৬১ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

বিডিওআই কমিটির সভাপতি প্রফেসর ড. জাফর ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিআইইউ’র উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডাচ্ বাংলা ব্যাংকের উপ মহাপরিচালক মো. শাহ আলম পাটোয়ারী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিডিওআই কমিটির কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, প্রফেসর ড. মোহাম্মদ সোহেল রহমান, অর্গানাইজিং কমিটির কমিটির সভাপতি প্রফেসর ড. শেখ রাশেদ হায়দার নূরী ও প্রবলেম এনালাইসিস করেন সহকারি অধ্যাপক মামুন।

প্রতিযোগিদের মধ্যে সেরা ৭ জন বিজয়ীদের ১ জনকে গোল্ড, ১ জনকে সিলভার, ৫ জনকে ব্রোঞ্জ পদক পরিয়ে দেন অতিথিবৃন্দ। গোল্ড পদক পান ফারহান আহমেদ, সিলভার পদক পান অঅবরার আল সামিত অঅর ব্রোঞ্জ পদক প্রাপ্তরা হলেন জারিফ রহমান, এস এম এ নাহিয়ান, মোঃ নাফিস ুল হক সিফাত, দেশ আচার্য ও শাহরিয়্রা খান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *