সাম্প্রতিক সংবাদ

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধের আহবান: বিআইজেএফ

ক.বি.ডেস্ক: সাম্প্রতিক সময়ে একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান এর বিরুদ্ধে মামলা দায়ের করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আইসিটি খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।

অন্যদিকে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুবুল আলম লাবলুর বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করার ঘটনাও উদ্বেগজনক।

আজ শনিবার (১ এপ্রিল) এক বার্তায় বিআইজেএফ সভাপতি নাজনীন নাহার এবং সাধারণ সম্পাদক সাব্বিন হাসান এই ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি বলে মনে করে বিআইজেএফ। প্রথম আলো সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধান প্রত্যাশা করে সংগঠনের নেতারা।

আইনের ঊর্ধ্বে কেউ নয়। তবে মূলধারার গণমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদনের বিষয় কেউ সংক্ষুব্ধ হলে মামলা করার আগে প্রেস কাউন্সিল এর মতামত নেয়া জরুরি বলে মনে করে বিআইজেএফ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *