মোবাইল স্মার্টফোন

এন্ট্রি লেভেলের স্মার্টফোন রেডমি এ১

ক.বি.ডেস্ক: সবার জন্য বাজেটের মধ্যে নতুন স্মার্টফোন রেডমি এ১ নিয়ে এলো শাওমি। ফোনটিতে রয়েছে বড় ডিসপ্লে, ডুয়েল ক্যামেরা, স্টাইলিশ ডিজাইন, বড় ব্যাটারিসহ দারুণ সব ফিচার। বাজেট ফোন হলেও এর ফিচার হবে দুর্দান্ত যা ব্যবহারকারীকে ভিন্নরকম অভিজ্ঞতা দিবে।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে এবং ডার্ক থিম ও নাইট লাইট মোড।
ডুয়েল ক্যামেরার মধ্যে একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার, সঙ্গে আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা দিয়ে পোর্টেইট, শর্ট ভিডিও, টাইম ল্যাপসসহ বিভিন্ন মোডে ছবি ও ভিডিও ধারন করা যাবে।

২+৩২ জিবি স্টোরেজের রেডমি এ১ ফোনটিকে নিজের পছন্দমতো ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেয়া যাবে। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। স্টাইলিশ ফ্লাট-ফ্রেইম ডিজাইনের এ ফোনে ব্যবহার করা হয়েছে স্বচ্ছ লেদার-লাইক টেক্সার যা আঙুলের যেকোন ঘষামাজা দাগ থেকে ফোনকে রক্ষা করবে। এ ছাড়া ফোনটিতে থাকছে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১০ ওয়াটের চার্জার।

ব্ল্যাক, লাইট গ্রিন ও লাইট ব্লু এ তিনটি রঙে পাওয়া যাবে রেডমি এ১। ২+৩২ জিবি ডিভাইসটির মূল্য ৯,৯৯৯ টাকা। সম্প্রতি এ সিরিজের আরেকটি ফোন রেডমি এ১ প্লাস নিয়ে আসে শাওমি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *