সাম্প্রতিক সংবাদ

আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে টিএমজিবি’র কার্যনির্বাহী পরিষদের বৈঠক

ক.বি.ডেস্ক: আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে দেশের আইসিটি খাতের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এর কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে ডিজিটাল নিরাপত্তা এজেন্সির সভা কক্ষে সাক্ষাত করেন।

বৈঠক টিএমজিবি কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দরা দেশের ৬৪টি জেলায় সাংবাদিকদের সাইবার সিকিউরিটি এবং সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ প্রদানসহ প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন বিভিন্ন বিষয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এ ছাড়া টিএমজিবি আইসিটি বিভাগের সহযোগিতায় স্থায়ী নিজস্ব কার্যালয় স্থাপন, সেরা সাংবাদিকতার পুরস্কার প্রবর্তন, বিভিন্ন আয়োজনে স্ট্রাটেজিক পার্টনার হিসেবে অন্তর্ভুক্তকরণ, আইসিটি বিভাগের বিভিন্ন সেমিনারে সাংবাদিক সংগঠন হিসেবে যুক্ত, স্মার্ট বাংলাদেশ বিষয়ে ৩-৬ মাসব্যাপী ক্যাম্পেইন আয়োজন এবং সম্পৃক্তকরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহের কার্যক্রমে যৌক্তিকভাবে সংগঠনকে অন্তভূর্ক্তকরণের প্রস্তাব করেন।

বৈঠকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক টিএমজিবির যৌক্তিক প্রস্তাব সমূহ পূরণের সম্ভাব্য সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সভায় এ সময় উপস্থিত ছিলেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক খায়রুল আমীন, টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ, সহসভাপতি রিশাদ হাসান, সহসভাপতি কুমার বিশ্বজিত রায়, কোষাধ্যক্ষ রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাহেদি হাসান শিমুল, প্রচার সম্পাদক গোলাম দাস্তগীর তৌহিদ, ক্রিড়া সম্পাদক ভূঁইয়া মোহাম্মদ ইমরাদ, নির্বাহী সদস্যদ্বয় ফাহমিদা আখতার এবং নাজমুল হোসেইন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *