মোবাইল সাম্প্রতিক সংবাদ স্মার্টফোন

স্বল্প বাজেটের ‘এ১৬’ আনছে অপো!

ক.বি.ডেস্ক: করোনা মহামারির কারণে দীর্ঘ বিরতির পর আবারও দেশের বাজারে স্মার্টফোন আনতে যাচ্ছে অপো বাংলাদেশ। এ সিরিজের সর্বশেষ সংস্করণ ‘এ১৬’ ফোনটিতে থাকবে বড় ব্যাটারি, ট্রিপল ক্যামেরা, স্টাইলিশ ডিজাইন, সাইড মাউনটেন্ড সেন্সর, বড় পর্দাসহ প্রায় সবরকম সুবিধা। সব শ্রেণীর গ্রাহকের কথা চিন্তা করে এবারের ফোনটি হবে স্বল্প বাজেটে অলরাউন্ডার ফোন। খুব শিগগিরই এ সিরিজের নতুন ফোন উন্মোচন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, বাজারে মূল্য ও মানে দুটোতেই অপ্রতিদ্বন্দ্বী হবে ফোনটি।

এ১৬ ফোনের সবচেয়ে বড় আকর্ষণের জায়গা হচ্ছে এর ৫০০০ এমএএইচ বড় ব্যাটারি। একবার চার্জেই সারাদিন ইন্টারনেট ব্রাউজ, গেম খেলা, ছবি তোলা, ভিডিও দেখা, কথা বলা সবই করা যাবে। আবার চার্জ হবেও দ্রুত। আছে নাইট চার্জ মোড যার মাধ্যমে রাতে নিশ্চিন্তে ফোন চার্জ দিয়ে রাখা যাবে। ওভারচার্জিং বা ফোন গরম হওয়ার কোন ভয় নেই। ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা। ফোনটির রিয়্যার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। বাকি দুটি ক্যামেরা ২ মেগাপিক্সেল করে। আছে ম্যাক্রো লেন্সের মতো ফিচার।

হালকা-পাতলা গড়নের ফোনটির ওজন মাত্র ১৯০ গ্রাম। এর র্যাম ৩ গিগাবাইট ও রম ৩২ গিগাবাইট। স্লিক ডিজাইনের এ১৬ ফোনের আরেকটি বিশেষত্ব সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা দেখতে খুবই আকর্ষণীয়। এটি দিয়ে হাতের ছোঁয়ায় মুহুর্তেই আনলক করা যাবে। এই বাজেটের মধ্যে এসব সুবিধা দেওয়ার ড়্গেত্রে এ সিরিজের ফোনগুলোর জুঁড়ি নেই। চোখ ধাঁধানো কালারের এ১৬ ফোনটি খুব শিগগিরই দেশের বাজারে পাওয়া যাবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *