সাম্প্রতিক সংবাদ

ফাসটেস্ট মোবাইল নেটওয়ার্ক হিসেবে ওকলা’র স্বীকৃতি পেলো বাংলালিংক

বাংলালিংককে দ্বিতীয় বারের মতো দেশের ফাসটেস্ট মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি দিয়েছে ওকলা। সম্প্রতি ২০২০ সালের তৃতীয় ও চতুর্থ প্রান্তিকের ওকলা স্পিডটেস্ট অ্যাওয়ার্ড রিপোর্ট প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এই রিপোর্ট অনুযায়ী, ১৪.১৬ স্পিডস্কোর নিয়ে দেশের অপারেটরগুলির মধ্যে ইন্টারনেটের গতিতে শীর্ষে রয়েছে বাংলালিংক।

গত বছরের প্রথম দুই প্রান্তিকেও ফাসটেস্ট নেটওয়ার্কের জন্য এই স্বীকৃতি পেয়েছিলো বাংলালিংক। গ্রাহকদের অত্যাধুনিক ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্যে বাংলালিংক ২০১৮ সালে সর্বোচ্চ পরিমাণ স্পেকট্রাম ক্রয় করে দেশব্যাপী শক্তিশালী ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ওকলার স্পিডটেস্ট অ্যাপ ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়। স্পিডটেস্ট অ্যাপের মাধ্যমে প্রতিদিন কয়েক মিলিয়ন ফলাফল সংগ্রহ করে থাকে ওকলা।  বিশ্বব্যাপী মোবাইল নেটওয়ার্কের মান, কার্যক্ষমতা ও ব্যবহারযোগ্যতা সঠিকভাবে নির্ণয় ও বিশ্লেষণের জন্য বিশেষভাবে সমাদৃত প্রতিষ্ঠানটি। ওকলার স্পিডটেস্ট রিপোর্ট:https://www.speedtest.net/awards/bangladesh/ এই লিঙ্কে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *