উদ্যোগ সাম্প্রতিক সংবাদ

প্রেক্ষাপট করোনা ভাইরাস: ডাক বিভাগের উদ্যোগ

ক.বি. ডেস্ক: বিনামাশুলে দেশব্যাপী কোভিড-১৯ রোগের চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। করোনাভাইরাসের চিকিৎসা সহায়ক সরঞ্জাম পিপিই, কিটস এবং গণসচেতনতা মূলক লিফলেট দেশব্যাপী সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছে দিচ্ছে রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় ঔষধাগার থেকে সংস্থাটি।

দেশের ৬৪টি জেলায় সিভিল সার্জন কার্যালয়ে ডাক বিভাগের ৬০টি কাভার্ড ভ্যান দিয়ে এই সব চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেয়া হচ্ছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি আরও জানান, ডাক বিভাগ সিভিল সার্জন কার্যালয়ে করোনা চিকিৎসা সহায়ক সরঞ্জাম হস্তান্তর করছে পরিদর্শক পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে। ডাক বিভাগের এই উদ্যোগটির সার্বিক তদারকি করছেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *