আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

মেগা অফারে প্রযুক্তি পণ্য ক্রয়ে ৭১% পর্যন্ত ছাড়!

ক.বি.ডেস্ক: দেশের ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ নিয়ে এলো তিনটি প্রযুক্তি ব্র্যান্ড ইউগ্রিন, কিউডি এবং মাইক্রোল্যাব -এর পণ্যতে বিশাল মূল্যছাড়, ফ্রি ডেলিভারি এবং এক্সক্লুসিভ ভাউচার অফার! সীমিত সময়ের অফারগুলো দারাজ অ্যাপে ও ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। অফার প্রযোজ্য থাকবে নির্দিষ্ট শর্তাবলীর ওপর।

ইউগ্রিন পণ্যে ৭১% পর্যন্ত ছাড়!
স্মার্টফোন এক্সেসরিজ, চার্জার, ক্যাবল, স্ট্যান্ড, হেডফোনসহ বিভিন্ন প্রয়োজনীয় গ্যাজেট এখন পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য মূল্যে। প্রতিটি অর্ডারের সঙ্গে থাকছে ফ্রি ডেলিভারি এবং বিশেষ ফ্রি ভাউচার।

কিউডি পণ্যে ৫১% পর্যন্ত ছাড়!
কিউডি নিয়ে এসেছে দারুণ অফার- নেটওয়ার্কিং ডিভাইসে পাচ্ছেন সর্বোচ্চ ৫১% পর্যন্ত ছাড়! রাউটার, এক্সটেন্ডার, মেশ ওয়াই-ফাইসহ প্রয়োজনীয় সব ডিভাইস এখন আরও সাশ্রয়ী মূল্যে। সঙ্গে থাকছে ফ্রি ডেলিভারি ও ফ্রি ভাউচার।

মাইক্রোল্যাব পণ্যে ৪৩% পর্যন্ত ছাড়!
মাইক্রোল্যাব স্পিকার ও সাউন্ড সিস্টেমেও থাকছে সর্বোচ্চ ৪৩% ছাড়! ঘরের জন্য প্রিমিয়াম কোয়ালিটির অডিও ডিভাইস কিনুন আর উপভোগ করুন চমৎকার সাউন্ড এক্সপেরিয়েন্স।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *