সাম্প্রতিক সংবাদ

আইওআই’তে এ বাংলাদেশের স্বর্ণপদক জয়ে আইসিটি উপদেষ্টার অভিনন্দন

ক.বি.ডেস্ক: আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড (আইওআই) ২০২৪ এ বাংলাদেশের পক্ষে স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করায় দেবজ্যোতি দাস সৌম্য সহ বাংলাদেশ দলকে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম অভিনন্দন জানিয়েছেন।

আ‌ইওআই বিশ্বব্যাপী সবচেয়ে গুরুত্বপূর্ণ হাই স্কুল ইনফরমেটিক্স (কমপিউটার সায়েন্স) প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা প্রোগ্রাম লিখে বিভিন্ন চ্যালেঞ্জিং সমস্যার সমাধান করে থাকে। তাই আইওআই এর বিজয়ীদের পৃথিবীর সেরা তরুণ কমপিউটার বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়।

উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের তরুণ মেধাবি শিক্ষার্থীদের এ অর্জন আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের সম্মান বৃদ্ধি করেছে। বাংলাদেশের তরুণরা আইসিটিতে দক্ষ এবং আগ্রহী এটাই তার প্রমাণ। দেশে আসার পর বাংলাদেশ দলের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ ব্যক্ত করেছেন তিনি।

গতকাল প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা যায় প্রতিযোগিতায় দেবজ্যোতি দাস সৌম্য স্বর্ণপদক জয় করেছেন যা ২০০৪ সালের পর বাংলাদেশের প্রথম স্বর্ণজয়। এ ছাড়া বাংলাদেশের পক্ষে দুটি ব্রোঞ্জ জয় করেন যথাক্রমে জারিফ রহমান এবং আকিব আজমাইন তুরজা।

ফলাফলের লিংক: https://stats.ioinformatics.org/results/2024/preliminary

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *