সফটওয়্যার সাম্প্রতিক সংবাদ

বেসিস নির্বাচন: প্রার্থী পরিচিতি সভা

ক.বি.ডেস্ক: আসন্ন বেসিস’র ইসি নির্বাচনে ১১টি পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩৩ জন প্রার্থী মূলত তিনটি প্যানেলে বেসিস’র ১৫তম ইসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনটি প্যানেল- ‘ওয়ান টিম’ এর প্রধান হলেন রাসেল টি আহমেদ; ‘টিম স্মার্ট’ এর প্রধান হলেন মোস্তাফিজুর রহমান সোহেল এবং ‘টিম সাকসেস’ এর প্রধান হলেন মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক।

গতকাল সোমবার (২২ এপ্রিল ) রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠিত হলো বেসিস’র ২০২৪-২৬ ইসি নির্বাচন উপলক্ষে প্রার্থী পরিচিতি সভা। বেসিস নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান টি আই এম নুরুল কবীর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্যদ্বয় সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী। অ্যাপিল বোর্ডের চেয়ারম্যান এ তৌহিদ এবং সদস্যদ্বয় আবদুল্লাহ এইচ কাফি ও নাজনীন কামাল।

আগামী ৮ মে রাজধানীর মহাখালীতে অবস্থিত রাওয়া কনভেনশন সেন্টারে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১ হাজার ৪৬৪ জন ভোটার। এদের মধ্যে সাধারণ থেকে ৯৩২, সহযোগী থেকে ৩৮৯, অ্যাফিলিয়েট থেকে ১৩৪ ও আন্তর্জাতিক ক্যাটাগরি থেকে ৯ জন ভোটার হয়েছেন।

বেসিস’র ইসি নির্বাচনে সাধারণ সদস্য ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪ জন প্রার্থী। সহযোগী, অ্যাফিলিয়েট ও আন্তর্জাতিক সদস্য ক্যাটাগরিতে ৩টি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসি’র ১১টি পদে সাধারণ সদস্য ক্যাটাগরি থেকে ৮ জন এবং সহযোগী, অ্যাফিলিয়েট ও আন্তর্জাতিক সদস্য ক্যাটাগরি থেকে ১ জন করে নির্বাচিত হবেন।

ওয়ান টিম: বর্তমান বেসিস সভাপতি এবং টিম ক্রিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ এর নেতৃত্বে সাধারণ ক্যাটাগরিতে রয়েছেন সিসটেক ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম রাশিদুল হাসান; বেস্ট বিজনেস বন্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উত্তম কুমার পাল; টেকনো গ্রাম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম আহমেদুল ইসলাম বাবু; ডিভাইন আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল আহমেদ ফখরুল হাসান; এ আর কমিউনিকেশন্সের প্রতিষ্ঠাতা এম আসিফ রহমান; শ্যুটিং স্টার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম; রেইজ আইটি সলিউশন্স লিমিটেডের কে এ এম রাশেদুল মজিদ।

সহযোগী ক্যাটাগরিতে রয়েছেন নেক্সট ভেঞ্চার অ্যান্ড ফাইনালিটিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ জায়েদ। অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে রয়েছেন কার্নিভাল অ্যাসিউর লিমিটেডের পরিচালক বিপ্লব ঘোষ রাহুল। আন্তর্জাতিক ক্যাটাগরিতে রয়েছেন মাস্টারকার্ড এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।

টিম স্মার্ট: বর্তমান বেসিস পরিচালক এবং এডভান্সড ইআরপি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল এর নেতৃত্বে সাধারণ ক্যাটাগরিতে রয়েছেন কনটেন্ট ম্যাটার্স লিমিটেডের প্রধান নির্বাহী এ এস এম রফিক উল্লাহ; নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট; ব্যাবিলন রিসোর্সেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা লিয়াকত হোসাইন; আমার পে’র ব্যবস্থাপনা পরিচালক এ এম ইশতিয়াক সারোয়ার; লুজলি কাপল্ড টেকনোলজিসের প্রধান পরিচালন কর্মকর্তা সৈয়দা নওশাদ জাহান প্রমি; অ্যানালাইেজন বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মুহম্মদ রিসালাত সিদ্দীক এবং বন্ডস্টাইন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর শাহরুখ ইসলাম।

সহযোগী ক্যাটাগরিতে রয়েছেন ম্যাগনাস সফটওয়্যার ওয়ার্কসের প্রধান নির্বাহী কর্মকর্তা আরমান আহমেদ খান। অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে রয়েছেন এডফিনিক্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা লুতফি চৌধুরী। আন্তর্জাতিক ক্যাটাগরিতে রয়েছেন দারাজ বাংলাদেশ’র চীফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হাসিনুল কুদ্দুস (রুশো)।

টিম সাকসেস: ফ্লোরা টেলিকম লিমিটেডের প্রাধান কার্যনির্বাহী কর্মকর্তা মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক এর নেতৃত্বে সাধারণ ক্যাটাগরিতে রয়েছেন ফিঙ্গারটিপস ইনোভেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুল করিম সুহৃদ; অ্যালায়েন টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিন উল্লাহ; সলিউশন৯ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিবুর রহমান খান রানা; আইহোস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেন; হাইপারটেগ সলিউশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল আলম; ডিজিডট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা নাফিসা রেজা এবং এসআরআরকে লিমিটেডের চেয়ারম্যান ফারজানা কবির ইশিতা।

সহযোগী ক্যাটাগরিতে রয়েছেন উইনক্লাউড লিমিটেডের এন এম রাফসান জানি সামির। অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে রয়েছেন যাচাই ডট কম লিমিটেডের চেয়ারম্যান আবদুল আজিজ। আন্তর্জাতিক ক্যাটাগরিতে রয়েছেন অগমেডিক্স বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর রাশেদ মুজিব নোমান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *