উদ্যোগ সাম্প্রতিক সংবাদ

প্রেক্ষাপট কোভিড-১৯ গোয়ালা’র গ্রোসারি সেবা চালু

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা বিশেষ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় ‘বাজার আপনার, ডেলিভারির দায়িত্ব গোয়ালার’ এই ম্লোগানে এবার গ্রোসারি সেবা চালু করেছে গোয়ালা ফুড।

এখন থেকে +৮৮০৯৬৩৮৬৬৬৫৫৫ নম্বরে কল করে (সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজনীয় গ্রোসারি সামগ্রী অর্ডার করা যাবে। ৩০০ টাকার অধিক মূল্যমানের পণ্য অর্ডার করলেই হোম ডেলিভারি ফ্রি। ফোনে অর্ডার ছাড়াও গোয়ালার (https://www.gowalafoods.com/product-category/gowala-grocery/) ওয়েবসাইট থেকে যেকোন পণ্যের অর্ডার দেওয়া যাবে।

গোয়ালার ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম বলেন, নিরাপদ খাবারের পাশাপাশি মানসম্মত প্যাকেজিংয়ের মাধ্যমে গোয়ালা এতদিন গ্রাহকদের জন্য দুগ্ধজাতপণ্য সেবা দিয়ে আসছিলো। বর্তমান এই বিশেষ পরিস্থিতিতে গ্রাহকদের ঝুঁকি মুক্ত রাখতে দুধ ও দুগ্ধজাত পণ্যের পাশাপাশি প্রয়োজনীয় গ্রোসারি সেবা নিয়ে এসেছে। এই অফার আপাতত শুধু ঢাকা শহরের বিভিন্ন এলাকার জন্য প্রযোজ্য হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *