ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে মটোরোলা - computerbichitra.com
আনুষাঙ্গিক উদ্যোগ মোবাইল সাম্প্রতিক সংবাদ

ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে মটোরোলা

ক.বি.ডেস্ক: এই লকডাউনে মটোরোলা বাংলাদেশ স্মার্টফোন প্রেমীদের জন্য সারাদেশে ৪৮ ঘণ্টায় ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে। ঘরে বসেই এখন অরিজিনাল মটোরোলা ডিভাইস কেনা যাবে কোনও ডেলিভারি চার্জ ছাড়াই। প্রতিষ্ঠানটির অনলাইন শপ থেকে মটোরোলা ডিভাইস পছন্দ করে অর্ডার করলেই ঘরে বসেই পাবেন আপনার কাঙ্ক্ষিত গ্যাজেটটি।

ঘরে বসেই এখন অরিজিনাল মটোরোলা ডিভাইস কেনা যাবে অনলাইন প্ল্যাটফর্ম সেলেক্সট্রা ডট কম ডট বিডি (www.salextra.com.bd) থেকে। সারাদেশে ৪৮ ঘণ্টায় ফ্রি হোম ডেলিভারি সার্ভিস পাওয়ার জন্য যোগাযোগ করা যাবে ০১৮১০০৩৪০০০ এই নম্বরে। এ ছাড়াও মটোরোলা ডিভাইস অর্ডার করা যাবে https://www.salextra.com.bd/motorola-smartphones এই লিংকে গিয়ে। ক্যাশ অন ডেলিভারি বা অন্যান্য পেমেন্ট মাধ্যমে দাম পরিশোধের ব্যবস্থা রয়েছে। রয়েছে বিভিন্ন অফারও। কল করতে পারেন: +৮৮০১৮১০-০৩৪০০০ এই নম্বরে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *