সাম্প্রতিক সংবাদ

‘নগদ’ এর ব্যবসা আরও প্রসারের চেষ্টা করবো: প্রশাসক বদিউজ্জামান দিদার

ক.বি.ডেস্ক: ‘নগদ’ নিয়ে করা সকল অপপ্রচার বন্ধ করে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেয়াই তার এবং তার সহযোগীদের লক্ষ্য। দেশের অন্যতম মোবাইল আর্থিক প্রতিষ্ঠান নগদ বন্ধ করতে নয়, বরং প্রতিষ্ঠানটির যাতে আরও উন্নতি হয় তার জন্যে বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে। ‘নগদ’ এর কোনো সেবা, কোনো কার্যক্রম বা কোনো অগ্রগতি এক মুহুর্তের জন্য থামবে না। ‘নগদ’ ছিল এবং থাকবে।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) নগদ লিমিটেডের প্রধান কার্যালয়ে এসে দায়িত্ব নেয়ার পর সংবাদ সম্মেলনে সদ্য প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার এ সব কথা বলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাক বিভাগের পরিচালক আবু তালেব, নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম সহ প্রশাসকের সহায়ক কর্মকর্তা, ডাক বিভাগের প্রতিনিধি এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আমিনুল হক।

প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, ‘‘ডাক বিভাগের ডিজিটাল সেবা ‘নগদ’ সম্পর্কে কিছু গুজব ছড়িয়ে পড়েছে। ‘নগদ’ সাড়ে নয় কোটি গ্রাহকের বিশাল একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি গুজবে ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা সব ধরণের গুজব শেষ করে গ্রাহকের আস্থা আরও বাড়াতে এসেছি। বাংলাদেশ ব্যাংক ‘নগদ’ বন্ধ করতে আসেনি। আমরা নগদকে আরও এগিয়ে যাওয়ার জন্যে সহায়তা করতে এসেছি।’’

তিনি আরও বলেন, ‘‘নগদ এর কার্যক্রম যেভাবে চলছিল, সেভাবেই চলবে। ‘নগদ’ যেভাবে ভাতা বিতরণ চলছিল, যেভাবে লেনদেন করছিল, যেভাবে পেমেন্ট নিয়ে এগিয়ে যাচ্ছিল; সেগুলোকে আরও বড় করার জন্যই আমরা কাজ করবো।নগদ’ এর নিয়মিত কার্যক্রমে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা তাদের নেই। এমনকি মানবসম্পদ বা অন্যান্য সম্পদ যেভাবে ছিল, তাতেও হাত দিয়ে কোনো অস্থিতিশীলতা তৈরী করার চেষ্টা করা হবে না।’’

আবু তালেব বলেন, ‘‘গত পাঁচ বছরে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন হিসেবে নগদের যে কার্যক্রম পরিচালিত হয়েছে তাতে কোনো অসামঞ্জস্য পরিলক্ষিত হয়নি। এটি ডাক বিভাগের অন্যান্য সেবার মতোই একটি বিশেষায়িত ডিজিটাল আর্থিক সেবা।’’

মো. সাফায়েত আলম বলেন, ‘‘বাংলাদেশ ব্যাংকের এই প্রশাসক নিয়োগকে আমরা স্বাগত জানাই। নগদ এর বিপক্ষে যে অপপ্রচার চলছিল, সেটা ঠেকাতে সরকারের এটি একটি সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ যা গ্রাহকের আস্থা পুরনুদ্ধারে সরাসরি ভূমিকা রাখবে।’’

উল্লেখ্য, গতকাল বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে ‘নগদ’ এর প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, যুগ্ম পরিচালক আনোয়ার উল্যাহ, যুগ্ম পরিচালক পলাশ মন্ডল, যুগ্ম পরিচালক (আইসিটি) আবু ছাদাত মোহাম্মদ ইয়াছিন, উপ পরিচালক (আইসিটি) চয়ন বিশ্বাস এবং উপ পরিচালক মো. আইয়ুব খানকেও প্রশাসকের সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে ডাক বিভাগের এই ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসে ডাক বিভাগের তিন জন কর্মকর্তাকে নগদ অফিসে পদায়ন করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *