সাম্প্রতিক সংবাদ

সফটওয়্যার খাতে পাঁচ দিনে ক্ষতি ৫০০ কোটি টাকার বেশি

ক.বি.ডেস্ক: দেশে গত বৃহস্পতিবার রাত থেকে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে পাঁচ দিনে সফটওয়্যার খাতের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫০০ কোটি টাকার ওপরে। এ ছাড়া দীর্ঘমেয়াদি ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা করছে আইসিটি খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

গত মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘আইসিটি সেবা রপ্তানি পরিস্থিতি পর্যালোচনা’ সভায় এ তথ্য জানান বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ। সভায় উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি এম রাশেদুল হাসান, সহসভাপতি (প্রশাসন) সৈয়দ মোহাম্মদ কামাল, সহসভাপতি (অর্থ) ইকবাল আহমেদ ফখরুল হাসান প্রমুখ।

সভায় রাসেল টি আহমেদ বলেন, ‘‘শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সরকার একমত হয়েছেন। কিন্তু আমরা দেখেছি, এই সুযোগে কিছু নাশকতাকারী নাশকতা করেছে, সেটা একেবারেই কাম্য নয়। পরিকল্পিতভাবে এই ক্ষতি করা হয়েছে। ইন্টারনেট বন্ধ থাকলে আমাদের আইসিটি খাতের সবার ক্ষতি। আমাদের বেসিস সদস্যদের যে ব্যবসা, তার প্রায় পুরোটাই ইন্টারনেটনির্ভর। রপ্তানিমুখী আইসিটি সেবা বিরাট ধাক্কা খেয়েছে। গত চার-পাঁচ দিনে ক্ষতির পরিমাণ ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। ’’

তিনি আরও বলেন, ‘‘আমাদের গ্রাহকদের সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই। এতে দেশের বিপুল পরিমাণ আইসিটি পেশাজীবী চাকরি হারাবেন। বিদেশি ক্রেতারা বাংলাদেশের পরিবর্তে তুলনামূলক সুবিধাজনক অন্য কোনো বিকল্প দেশ খুঁজবেন। কয়েক লাখ আইসিটি ফ্রিল্যান্সার কাজ হারাবেন। সব মিলিয়ে সরকারের আইসিটি খাত থেকে ৫০০ কোটি মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা চ্যালেঞ্জের মুখে পড়বে। পাশাপাশি বেসিসের সদস্যদের কথা মাথায় রেখে ও আইসিটি খাতের মানুষদের ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য ইন্টারনেট সংযোগ আবার চালু করার অনুরোধ জানান তিনি।’’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *