উদ্যোগ সাম্প্রতিক সংবাদ

দারাজ’র ‘সেলার রেফারেল প্রোগ্রাম’

ক.বি.ডেস্ক: দেশের ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/) সম্প্রতি ‘সেলার রেফারেল প্রোগ্রাম’ শীর্ষক ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে, যা গ্রাহক ও বিক্রেতাদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও বৃদ্ধি করবে। নতুন সেলার রেফারেল প্রোগ্রামের মাধ্যমে দারাজের ক্রেতা ও বিক্রেতা উভয়েই দারাজ প্ল্যাটফর্মে নতুন বিক্রেতাদের রেফার করতে পারবে। এর মাধ্যমে দারাজ প্ল্যাটফর্ম ও বিক্রেতা উভয়েরই সামগ্রিক ব্যবসায়িক পদ্ধতির উন্নতিসাধিত হবে। এই সেলার রেফারেল প্রোগ্রামটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে: https://referral.darazbd.net/

নতুন বিক্রেতা দারাজে সাইন আপ করার সময় রেফারেল কোডটি ব্যবহার করলে, রেফারীর প্রাথমিক উদ্দেশ্য পূরণ হবে। এরপর বিক্রেতা একটি নির্দিষ্ট বেঞ্চমার্ক অর্জনের পরে রেফারেল কোড প্রদানকারী রেফারী পুরস্কার হিসেবে ৩০০ টাকার দারাজের ভাউচার পাবেন। একজন যতখুশি ততবার রেফার করতে পারলেও, প্রতিমাসে ৫জন বিক্রেতাকে রেফারের জন্য সর্বোচ্চ ১৫০০ টাকা পর্যন্ত ভাউচার পাবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *