উদ্যোগ

যশোরে ‘বিভাগীয় বিপিও সামিট বাংলাদেশ ২০২৩ (খুলনা বিভাগ)’

ক.বি.ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর উদ্যোগে এবং আইসিটি ও বিপিসি’র সহযোগিতায় মে-জুলাই মাসব্যাপী দেশজুড়ে পালিত হচ্ছে বাংলাদেশের বিপিও শিল্পের সর্ববৃহৎ, শীর্ষ সম্মেলন “বিপিও সামিট বাংলাদেশ ২০২৩”। এবারে তৃতীয় পর্যায়ের বিভাগীয় অনুষ্ঠান দুই দিনব্যাপী (১৫ ও ১৭ জুন) খুলনা বিভাগের অন্তর্গত যশোর জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে! বিপিও সামিটে অংশগ্রহণ করতে চাইলে নিম্নোক্ত লিংকে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলঃ bposummit.org.bd/register

আগামী ১৫ জুন, বৃহস্পতিবার সকাল ১০টায় যশোর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিতব্য “ফস্টারিং বিপিও ইন্ডাস্ট্রি টু অ্যাচিভ স্মার্ট বাংলাদেশ ” শীর্ষক পলিসি ডায়লগ সেশনের মধ্য দিয়ে শুরু হবে “বিভাগীয় বিপিও সামিট ২০২৩ (খুলনা বিভাগ)”। এ সেশনে বিভাগীয় পর্যায়ের বিপিও শিল্পের নীতিনির্ধারণী পর্যায়ের নানান দিক, নীতিসংক্রান্ত সম্ভাব্য পরিমার্জনের প্রস্তাবনা ও আবশ্যিকতা নিয়ে বিশদ আলোচনায় অংশ নেবেন স্থানীয় অংশীজনেরা।

১৫ জুন দুপুর ২টায় খুলনার ম্যানগ্রোভ ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজিতে অনুষ্ঠিত হবে “বিপিও ক্যারিয়ার ক্যাম্পেইন”। ক্যারিয়ার ক্যাম্পেইনের অংশ হিসেবে থাকছে ক্যারিয়ার কাউন্সেলিং বিষয়ক কর্মশালা; সিভি সংগ্রহের আয়োজন এবং চাকুরি মেলা। বরাবরের মত এবারেও চাকুরি মেলার মধ্য দিয়ে কলেজ/বিশ্ববিদ্যালয়গুলো হতে বিপিও শিল্পে ক্যারিয়ার গড়তে আগ্রহী মেধাবী শিক্ষার্থীদের সিভি সংগ্রহ করা হবে। এ ছাড়া যোগ্য প্রার্থীদের জন্য থাকবে নিয়োগেরও ব্যবস্থা।

১৭ জুন সকাল ১০টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ “বিপিও ক্যারিয়ার ক্যাম্পেইন” অনুষ্ঠিত হবে। আর “বিভাগীয় বিপিও সামিট ২০২৩ (খুলনা বিভাগ)”-এর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৭ জুন দুপুর ২:৩০ ঘটিকায়, যশোরে অবস্থিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। উপস্থিত থাকবেন বিপিও শিল্পের কর্তাব্যক্তিসহ বিভাগীয় পর্যায়ের সরকারি প্রতিনিধিগণ ও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের পাশাপাশি ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, সিভি সংগ্রহ এবং চাকুরি মেলা একইসঙ্গে চলতে থাকবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *