আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

ই-প্লাজায় ওয়ালটন’র প্রযুক্তি পণ্যে ১৫% ছাড়!

ক.বি.ডেস্ক: ঘরে বসে প্রযুক্তি পণ্য ক্রয়ের বিশেষ সুবিধা দিচ্ছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘‘ওয়ালটন ল্যাপটপ অনলাইন ডিসকাউন্ট মেলা’’ এর আওতায় প্রতিষ্ঠানটির অনলাইন প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকে ল্যাপটপ,কমপিউটার এবং কমপিউটার এক্সেসরিজ ক্রয়েই মিলছে ১৫ শতাংশ ফ্ল্যাট ছাড়! এ সুযোগ থাকছে ৩১ জুলাই পর্যন্ত। ওয়ালটন ল্যাপটপ অনলাইন ডিসকাউন্ট মেলা আপডেটসহ ওয়ালটন কমপিউটারের অফিশিয়াল ফেসবুক পেজে বিস্তারিত জানা যাবে।

ওয়ালটন কমপিউটার ও আইটি এক্সেসরিজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ জানান, অনলাইন ডিসকাউন্ট মেলার আওতায় ই-প্লাজা (https://cutt.ly/uHonLfB) থেকে ওয়ালটনের যে-কোনো প্রযুক্তি পণ্য ক্রয়ে এই মূল্যছাড় দেয়া হচ্ছে। তবে পণ্য ক্রয়ে গ্রাহকদের অনলাইন পেমেন্ট গেটওয়ে (ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং) ব্যবহার করতে হবে এবং হোম ডেলিভারি নিতে হবে। এর পাশাপাশি ই-প্লাজা থেকে সর্বোচ্চ ৩ মাসের ইএমআই সুবিধায় প্রযুক্তি পণ্য ক্রয়ের ক্ষেত্রেও ১৫ শতাংশ ছাড় পাবেন গ্রাহক। তবে মূল্যছাড়সহ ইএমআই সুবিধা পেতে হলে ক্রয়কৃত পণ্যের নূন্যতম মূল্য হতে হবে ১০,০০০ টাকা।

ওয়ালটন বর্তমানে ভিন্ন ভিন্ন কনফিগারেশন ও মূল্যের প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা এবং ওয়াক্সজ্যাম্বু সিরিজের নানান মডেলের ল্যাপটপ উতপাদন ও বাজারজাত করছে। এ ছাড়া ওয়ালটনের আছে বিভিন্ন মডেলের ডেস্কটপ, অল-ইন-ওয়ান ইউনিফাই পিসি, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ট্যাব। মডেলভেদে গ্রাহকরা ওয়ালটন ল্যাপটপে সর্বোচ্চ ২ বছর এবং ডেস্কটপে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন।

এসব পণ্যের পাশাপাশি নানা মডেল ও ফিচারের মনিটর, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ইয়ারফোন, ওয়াই-ফাই রাউটার, ইউপিএস, ইউএসবি হাব, কার্ড রিডার, ওয়েবক্যাম, স্পিকার, এসএসডি, এক্সটার্নাল এসএসডি, র‌্যাম, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, প্রজেক্টর, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিটনেস স্কেল, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি টাইপ সি ও এইচডিএমআই ক্যাবল ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *